ঢাকা, বুধবার, ২০ আগস্ট ২০২৫
Sharenews24

মালয়েশিয়ায় নতুন করে কর্মী নিয়োগের ঘোষণা

২০২৫ আগস্ট ২০ ১২:১৯:০১
মালয়েশিয়ায় নতুন করে কর্মী নিয়োগের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় নতুন করে কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ‘রিভাইজড কলিং ভিসা ফ্রেমওয়ার্ক’-এর আওতায় প্রায় ২৪ লাখ ৬৭ হাজারের বেশি বিদেশি শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই পদক্ষেপে বাংলাদেশসহ অন্যান্য শ্রম রফতানিকারক দেশের জন্য বড় সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন শ্রমবাজার বিশ্লেষকরা।

এই ভিসার জন্য আগ্রহীদের আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ এর মধ্যে আবেদন করতে হবে। তবে বাংলাদেশ থেকে কী পরিমাণ শ্রমিক আবেদন করতে পারবে, সে বিষয়ে এখনও বিস্তারিত জানায়নি মালয়েশীয় কর্তৃপক্ষ।

নতুন এই প্রক্রিয়ায় আবেদন করতে হবে শুধুমাত্র সরকার অনুমোদিত রিক্রুটমেন্ট এজেন্সির মাধ্যমে। সরাসরি বা তৃতীয় পক্ষের মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না।

মালয়েশিয়ার শ্রমবাজারে ১৩টি খাত ও উপখাতে জনবল নিয়োগের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য খাতগুলো হলো:

কৃষি খাত: রাবার ও পামবাগান, মাছ উৎপাদন

বনায়ন ও খনিজ

উৎপাদনশিল্প: কেবলমাত্র মিডা (Malaysian Investment Development Authority) অনুমোদিত কারখানায়

নির্মাণ খাত: শুধুমাত্র সরকারি ভবন ও অবকাঠামো প্রকল্পে

মালয়েশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, এত বিপুল সংখ্যক নিয়োগ হলেও নিয়োগ প্রক্রিয়ায় কঠোর যাচাই-বাছাই চালু থাকবে। স্বরাষ্ট্র ও মানবসম্পদ মন্ত্রণালয়ের একটি যৌথ কমিটি আবেদন যাচাই করে চূড়ান্ত প্রার্থীদের নির্বাচন করবে।

নব্বইয়ের দশকে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ ছিল প্রধান শ্রমিক সরবরাহকারী দেশ। কিন্তু সময়ের সঙ্গে সেই জায়গা দখল করেছে ইন্দোনেশিয়া, নেপাল, ভারত ও ভিয়েতনাম। নতুন এই নিয়োগ ফ্রেমওয়ার্কে বাংলাদেশ আবারও নিজের অবস্থান সুসংহত করতে পারবে বলে আশা করা হচ্ছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে