ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
Sharenews24

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক

২০২৫ আগস্ট ১৯ ১৩:৫৫:২৫
স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক

নিজস্ব প্রতিবেদক: সরকার দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন বাতিল করে নতুন অধ্যাদেশ জারি করেছে। এর ফলে এখন থেকে স্থানীয় পর্যায়ে নির্বাচনে আর কোনো দলীয় প্রতীক ব্যবহার করা যাবে না।

সোমবার (১৮ আগস্ট) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এই অধ্যাদেশে স্বাক্ষর করেন। এরপর আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় তা গেজেট আকারে প্রকাশ করে। বিষয়টি মঙ্গলবার (১৯ আগস্ট) প্রকাশ্যে আসে।

এর আগে ১ জুলাই, স্থানীয় সরকার মন্ত্রণালয় দলীয় প্রতীকসংক্রান্ত চারটি অধ্যাদেশের খসড়া মন্ত্রিপরিষদ বিভাগে পাঠায়। ২৪ জুলাই, উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের চূড়ান্ত সম্মতিতে গেজেট প্রকাশের পথ সুগম হয়।

২০১৫ সালে আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের প্রচলন শুরু হয়। তবে শুরু থেকেই নির্বাচন বিশেষজ্ঞ ও বিভিন্ন রাজনৈতিক দল এই ব্যবস্থার বিরোধিতা করে আসছিল।

এরই ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকারের অধীনে গঠিত নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন ও স্থানীয় সরকার সংস্কার কমিশন—দু’টিই দলীয় প্রতীক বাদ দেওয়ার সুপারিশ করেছিল।

বিশ্লেষকদের মতে, দলীয় প্রতীক তুলে দেওয়ায় এমন অনেক প্রার্থী স্থানীয় নির্বাচনে অংশ নিতে আগ্রহী হবেন, যারা সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন। এতে স্থানীয় সরকার নির্বাচনে ব্যক্তিকেন্দ্রিক নেতৃত্ব, যোগ্যতা ও জনগণের আস্থা বেশি গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে