ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
Sharenews24

ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে চীনের নতুন বার্তা

২০২৫ আগস্ট ১৯ ১৩:২১:০০
ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে চীনের নতুন বার্তা

নিজস্ব প্রতিবেদক: ভারত ও চীনের মধ্যে সম্পর্ক উন্নয়নে একটি নতুন বার্তা দিলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি বলেছেন, দুই দেশকে একে অপরকে শত্রু হিসেবে নয়, বরং অংশীদার হিসেবে দেখতে হবে, এবং পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে কৌশলগত সম্পর্ক গড়ে তুলতে হবে।

সোমবার (১৮ আগস্ট) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর-এর সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। দুই দেশের মধ্যে সীমান্ত পরিস্থিতি, অর্থনৈতিক সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময় এবং দ্বিপাক্ষিক স্বার্থ-সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন—“ভারতের সঙ্গে চীন সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক সুবিধার ভিত্তিতে সহযোগিতা বজায় রাখতে প্রস্তুত। আমাদের একে অপরকে প্রতিদ্বন্দ্বী নয়, বরং উন্নয়নের অংশীদার হিসেবে দেখতে হবে।”

তিনি আরও বলেন, চীন আশা করে যে, ভারত ও চীন অন্যান্য উন্নয়নশীল দেশের জন্য ঐক্যের একটি উদাহরণ হয়ে উঠবে এবং এশিয়ার স্থিতিশীলতা রক্ষায় সম্মিলিত ভূমিকা রাখবে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর বৈঠক শেষে সাংবাদিকদের বলেন—“অর্থনীতি, বাণিজ্য, তীর্থযাত্রা, মানুষে-মানুষে যোগাযোগ, নদীর তথ্য বিনিময় এবং সীমান্ত বাণিজ্যসহ বেশ কিছু বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।”

তিনি আশা প্রকাশ করেন, এই আলোচনা দুই দেশের মধ্যে স্থিতিশীল, সহযোগিতামূলক ও ভবিষ্যতমুখী সম্পর্ক গড়ে তুলবে।

দুই দেশের মধ্যে লাদাখ সীমান্তে সামরিক উত্তেজনার দীর্ঘস্থায়ী প্রভাব এখনও রয়ে গেছে। এ নিয়ে আলোচনার অংশ হিসেবে ওয়াং ই তার এই সফরে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল-এর সঙ্গে সীমান্ত সম্পর্কিত ২৪তম দফার আলোচনা করবেন বলে জানা গেছে।

এছাড়াও, চীনের পররাষ্ট্রমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে