ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
Sharenews24

আলোচিত মাহিন সরকারকে বহিষ্কার করল এনসিপি

২০২৫ আগস্ট ১৯ ১২:৩৮:২৬
আলোচিত মাহিন সরকারকে বহিষ্কার করল এনসিপি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী হয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা মাহিন সরকার। প্রার্থিতা ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই "গুরুতর শৃঙ্খলাভঙ্গের" অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করেছে এনসিপি।

সোমবার (১৮ আগস্ট) রাতে এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক চিঠিতে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়,“জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে গুরুতর দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে স্ব-পদ ও দায়িত্ব থেকে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহিষ্কার করা হলো।”

চিঠিতে আরও উল্লেখ করা হয়, এই বহিষ্কার আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।এর আগে সোমবার দুপুরে মাহিন সরকার ‘ডিইউ ফার্স্ট’ নামের একটি স্বতন্ত্র প্যানেল থেকে ডাকসুর জিএস পদে প্রার্থিতা ঘোষণা করেন।

উল্লেখ্য, মাহিন সরকার জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় অন্যতম মুখ্য সমন্বয়ক ছিলেন। সেই আন্দোলনের প্রাক্তন নেতাদের উদ্যোগে গঠিত হয়েছে নতুন একটি সংগঠন – গণতান্ত্রিক ছাত্র সংসদ, যারা এবারের ডাকসু নির্বাচনে ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ নামে প্যানেল দিয়েছে।

মাহিন শুরুতে ওই প্যানেল থেকেই প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন, তবে প্যানেলের শীর্ষ পদ নিয়ে সমঝোতা না হওয়ায় তিনি পৃথক প্যানেল গঠন করে প্রার্থী হন।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, এনসিপি ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেলকে আনুষ্ঠানিক সমর্থন দিয়েছে। ফলে মাহিনের স্বতন্ত্র প্রার্থিতা একই মতাদর্শী ভোট বিভাজনের আশঙ্কা তৈরি করে। দলীয় অবস্থান থেকে সেটি "বিরুদ্ধাচরণ" হিসেবে বিবেচিত হওয়ায় তাকে বহিষ্কার করা হয়।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে