ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫
Sharenews24

সাভারকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা

২০২৫ আগস্ট ১৮ ১৫:১৭:০৬
সাভারকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: বায়ুদূষণ মারাত্মক আকার ধারণ করায় ঢাকার পার্শ্ববর্তী সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ হিসেবে ঘোষণা করেছে পরিবেশ অধিদপ্তর। ফলে আগামী সেপ্টেম্বর মাস থেকে এ উপজেলায় সকল ইটভাটায় উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যাবে।

রোববার (১৭ আগস্ট) এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেন অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান।

মূল সিদ্ধান্তসমূহ:

সেপ্টেম্বর থেকে টানেল কিলন ও হাইব্রিড হফম্যান কিলন ব্যতীত সব ইটভাটায় ইট পোড়ানো বন্ধ থাকবে।

উন্মুক্ত স্থানে কঠিন বর্জ্য পোড়ানো নিষিদ্ধ।

নতুন বায়ুদূষণকারী শিল্পকারখানার জন্য অবস্থানগত ও পরিবেশগত ছাড়পত্র বন্ধ থাকবে।

পরিপত্রে বলা হয়, সাভারের বায়ুমানের বার্ষিক গড় জাতীয় নির্ধারিত মানের প্রায় তিন গুণ বেশি। শুষ্ক মৌসুমে উত্তর-পশ্চিম ও উত্তর-পূর্ব দিক থেকে বায়ুপ্রবাহের মাধ্যমে এই দূষণ ঢাকায় ছড়িয়ে পড়ে, যা রাজধানীর মানুষের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করছে।

এই সিদ্ধান্তের মাধ্যমে সাভার এবং ঢাকা অঞ্চলের বায়ুদূষণ হ্রাস পাবে এবং জনস্বাস্থ্য সুরক্ষিত হবে বলে আশা করছে পরিবেশ অধিদপ্তর।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে