ঢাকা, শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫
Sharenews24

আসিফ মাহমুদকে খোঁচা মারলেন আন্দালিব পার্থ

২০২৫ আগস্ট ১৫ ১০:৫১:৪৬
আসিফ মাহমুদকে খোঁচা মারলেন আন্দালিব পার্থ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, “এক সময় ভাত খুঁজতো ক্যান্টিনে, এখন হাঁস খুঁজে ওয়েস্টিনে।”

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে তিনি এই মন্তব্য করেন।

তার এই বক্তব্যকে রাজনৈতিকভাবে ইঙ্গিতপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। তবে ঠিক কার উদ্দেশে তিনি এ মন্তব্য করেছেন, তা পোস্টে স্পষ্ট করেননি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার স্ট্যাটাসে লাইক পড়েছে প্রায় ৭৫ হাজার, মন্তব্য এসেছে ২০ হাজারের বেশি এবং শেয়ার হয়েছে আট হাজারবারেরও বেশি।

এর আগে বৃহস্পতিবার স্থানীয় সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটি গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে জানান, রাতের বেলায় কাজ শেষ হতে অনেক সময় ভোর হয়ে যায়। সে সময় বাসায় রান্না করার মতো কেউ না থাকায় তিনি প্রায়ই ৩০০ ফুটের নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান। তবে যদি সেখানে পৌঁছাতে দেরি হয়ে যায় এবং দোকান বন্ধ পেয়ে যান, তখন তিনি গুলশানের পাঁচতারকা হোটেল ওয়েস্টিনে যান হাঁস খেতে।

তার এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা। অনেকেই বিষয়টিকে উচ্চপদস্থ রাজনীতিবিদদের জীবনযাত্রার সাথে সাধারণ জনগণের বাস্তবতার একটি তুলনা হিসেবে দেখছেন।

আন্দালিব রহমান পার্থের ফেসবুক পোস্টকে অনেকেই এই পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া হিসেবেই দেখছেন।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে