ঢাকা, বুধবার, ১৩ আগস্ট ২০২৫
Sharenews24

হার্টের রিংয়ের নতুন দাম ১ অক্টোবর থেকে কার্যকর

২০২৫ আগস্ট ১২ ১৭:৪৪:২৭
হার্টের রিংয়ের নতুন দাম ১ অক্টোবর থেকে কার্যকর

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্ধারিত হার্টের রিং (স্টেন্ট)-এর নতুন দাম আগামী ১ অক্টোবর ২০২৫ থেকে কার্যকর হবে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১১টায় রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ওষুধ প্রশাসন অধিদফতরের কর্মকর্তারা।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. মো. আকতার হোসেন বলেন,“জীবন রক্ষাকারী মেডিক্যাল ডিভাইস যেমন স্টেন্ট, পেসমেকার, বেলুন, ক্যাথেটার ইত্যাদির দাম নিয়ন্ত্রণে সরকার উদ্যোগ নিয়েছে। রোগীদের চিকিৎসা ব্যয় সহনীয় রাখাই এই উদ্যোগের মূল লক্ষ্য।”

গত ১৩ এপ্রিল, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় দেশের খ্যাতনামা কার্ডিয়াক, ভাস্কুলার ও নিউরো সার্জনদের নিয়ে বিশেষজ্ঞ পরামর্শক কমিটি গঠন করে।

তিন দফা সভার পর, ৮ জুলাইয়ের সুপারিশে এবং প্রতিবেশী দেশের মূল্য ও আমদানি ব্যয় বিবেচনায়, ৩ আগস্ট নতুন দাম চূড়ান্ত করে স্বাস্থ্যসেবা বিভাগ।

ডা. আকতার হোসেন বলেন,“কিছু আমদানিকারক পুরোনো দামের পণ্য মজুত করে রেখেছে। তারা কার্যকর করতে সময় চেয়েছিল। তবে জনস্বার্থে এবং গণমাধ্যমে দাম কমার খবর প্রচারের ফলে রোগীদের নতুন দামের পণ্যের জন্য চাপ তৈরি হয়েছে।”

স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত বিশেষজ্ঞ কমিটির সুপারিশ অনুযায়ী, ধাপে ধাপে হার্টের চিকিৎসায় ব্যবহৃত সব মেডিক্যাল ডিভাইসের দাম পুনঃনির্ধারণ বা যৌক্তিকভাবে নতুন করে নির্ধারণ করা হবে বলে জানান কর্মকর্তারা।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে