ঢাকা, শুক্রবার, ৮ আগস্ট ২০২৫
Sharenews24

রাশেদের তোপে উঠে এলো চাঞ্চল্যকর দাবি

২০২৫ আগস্ট ০৮ ১৮:৩৫:৪৭
রাশেদের তোপে উঠে এলো চাঞ্চল্যকর দাবি

নিজস্ব প্রতিবেদক : গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার মন্ত্রিপরিষদের পরিবর্তন হয়ে এখন কেবল ড. মুহাম্মদ ইউনূস ও তার উপদেষ্টারা সেই জায়গা দখল করেছেন। অর্থাৎ প্রকৃত পরিবর্তন নয়, কেবল মুখ বদল হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টটির শিরোনাম ছিল ‘৮ আগস্ট: বিপ্লব বেহাত দিবস!’।

রাশেদ খান বলেন, “গণঅভ্যুত্থানের পর দেশের মানুষ যে স্বপ্ন দেখেছিল, তার বাস্তবায়ন হয়নি। অন্তত শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থায় আমূল পরিবর্তন এলে মানুষ আজীবন এই সরকারকে মনে রাখত। কিন্তু তারা কোনো দিকেই মনোযোগ দেয়নি। আইনশৃঙ্খলার উন্নয়নেও ব্যর্থ হয়েছে সরকার।”

তিনি আরও বলেন, “বিপ্লবের পর যে ধরনের সরকারী আচরণ প্রত্যাশিত ছিল, বাস্তবে তার উল্টো চিত্রই আমরা দেখছি। শুধু শেখ হাসিনা ও তার মন্ত্রিসভা বদলেছে, কিন্তু বাস্তব ক্ষমতায় এসেছে ড. ইউনূস ও তার উপদেষ্টারা।”

রাশেদ অভিযোগ করেন, “নিয়োগ ও পদায়নে কোনো স্বচ্ছতা বা জবাবদিহিতা গড়ে তোলা যায়নি। সচিবালয়, স্থানীয় প্রশাসনসহ রাষ্ট্রযন্ত্রে এখনো আওয়ামী সেটআপ বহাল আছে। ঘুষ, দুর্নীতি, অনিয়ম আগের মতোই চলছে। দৃশ্যমান কোনো সংস্কার চোখে পড়ছে না।”

তিনি বলেন, “জাতীয় বিপ্লবী সরকার গঠিত না হওয়ায় পুরো বিপ্লবটাই বেহাত হয়ে গেছে। জনগণও এখন আর খুব একটা পরিবর্তনের স্বপ্ন দেখে না। মনে হচ্ছে, এই অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সঙ্গে প্রতারণা ও ধোঁকাবাজি করেছে।”

পোস্টের শেষে রাশেদ খান বলেন, “সরকার বলেছিল, প্রতি মাসে তারা জনগণকে জবাব দেবে, কাজের হিসাব দেবে। কিন্তু এক বছরের ‘হানিমুন পিরিয়ড’ শেষ করে তারা এখন দ্বিতীয় ধাপে প্রবেশ করেছে। এক বছরের অর্জন কী, সেই জবাবদিহিতা কোথায়?”

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে