ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫
Sharenews24

পাত্রীর হাতের চা খেয়ে পাত্র বেহুশ 

২০২৫ আগস্ট ০২ ১০:৩৮:১০
পাত্রীর হাতের চা খেয়ে পাত্র বেহুশ 

নিজস্ব প্রতিবেদক: ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার নিউ ব্যারাকপুরে এক চাঞ্চল্যকর প্রতারণার ঘটনা ঘটেছে। পাত্রীর সঙ্গে প্রথম দেখায় গিয়ে প্রতারণার শিকার হয়েছেন সুদীপ বসু নামে এক যুবক। শুধু প্রতারণাই নয়, ঘটনাটি পুলিশকে নিয়ে গেছে একটি সম্ভাব্য আন্তর্জাতিক চোরাচালান চক্রের সন্ধানে।

গত ১ জুলাই, অনলাইন ঘটকালি সাইটের মাধ্যমে পরিচয়ের সূত্রে জিয়া সিংহ নামে এক নারী সুদীপের সঙ্গে দেখা করতে আসেন। নিউ ব্যারাকপুরের একটি হোটেলে তারা সাক্ষাৎ করেন এবং চা পান করেন। চা পান করার কিছুক্ষণের মধ্যেই সুদীপ বেহুশ হয়ে পড়েন। জ্ঞান ফেরার পর দেখতে পান, তার মোবাইল ফোন এবং মানিব্যাগ উধাও।

ঘটনার পর সুদীপ এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ তদন্তে নামে এবং জিয়াকে দ্রুত গ্রেপ্তার করে। তার মোবাইল ট্র্যাক করে পাওয়া যায়, সেটি বাংলাদেশের রাজশাহীর বাসিন্দা মোহাম্মদুল হাসান নামের এক ব্যক্তির কাছে বিক্রি হয়েছে।

হাসানকে ৩০ জুলাই পশ্চিমবঙ্গের দমদম এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তার বয়স ৪০ বছর। পুলিশের জেরায় তিনি স্বীকার করেন, পুরোনো জিনিস কেনাবেচার একটি ওয়েবসাইটের মাধ্যমে জিয়ার কাছ থেকে ১০টি মোবাইল কিনেছেন এবং তা বাংলাদেশে পাচার করেছেন।

হাসান দীর্ঘ সময় পার্ক স্ট্রিটের একটি হোটেলে অবস্থান করেছিলেন এবং তিনি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ।এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, বা এটি বড় কোনো আন্তর্জাতিক মোবাইল পাচার চক্রের অংশ, সে দিকেও নজর দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

ভুক্তভোগী সুদীপ বসু বর্তমানে নিরাপদে আছেন এবং তার অভিযোগের ভিত্তিতেই পুরো তদন্ত এগিয়ে যাচ্ছে।

মুসআব/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে