ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫
Sharenews24

পর্দায় নয় বাস্তবে দুই অভিনেত্রীর তুমুল যুদ্ধ

২০২৫ আগস্ট ০১ ১২:০২:৪১
পর্দায় নয় বাস্তবে দুই অভিনেত্রীর তুমুল যুদ্ধ

নিজস্ব প্রতিবেদক: গত বছরের আলোচিত জুলাই আন্দোলন-এর পর থেকেই দেশের বিনোদন অঙ্গনে দেখা দিয়েছে মতপার্থক্য ও দ্বিধাবিভাজন। এরই ধারাবাহিকতায় এবার অভিনেত্রী আজমেরী হক বাঁধন এবং সোহানা সাবা জড়ালেন এক ভার্চুয়াল দ্বন্দ্বে, যা ঘিরে তুমুল আলোচনা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

জুলাই আন্দোলনের সময় বাঁধন শিক্ষার্থীদের পক্ষে সরব ছিলেন, রাজপথেও অংশ নিয়েছিলেন। এ কারণে সমালোচনার মুখে পড়লেও নিজের অবস্থানে অনড় ছিলেন তিনি। অন্যদিকে, সাবা বিতর্কে আসেন ‘আলো আসবেই’ গ্রুপ ও ক্ষমতাচ্যুত সাবেক সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হয়ে।

সাম্প্রতিক এক ফেসবুক পোস্টে বাঁধনের প্রোফাইলে একজন নারীর মন্তব্য নিয়ে আলোচনা তৈরি হয়। পরবর্তীতে সেই মন্তব্যের স্ক্রিনশট শেয়ার করেন সোহানা সাবা। তিনি লেখেন,“এই কমেন্টটা আপু ডিলিট করে দিয়েছেন… হয়তো দিদিটিকে ব্লকও করেছেন। ভাগ্যক্রমে আমার টাইমলাইনে ভেসে উঠেছিল, তাই সঙ্গে সঙ্গে স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম।”

স্ক্রিনশটে ওই নারী মন্তব্য করেছিলেন—“সারা জীবন ড্রামাবাজি করে সতী সাজতে চেয়েছেন... আপনি আপাদমস্তক একজন ভণ্ড। আপনার পুরো জগৎটা ঘোরে আপনাকে ঘিরেই... কেউ যদি সত্যিই গুরুত্বপূর্ণ হতেন, তাহলে কলকাতায় গিয়ে ব্যক্তিজীবনের কেচ্ছা গাইতেন না।”

সোহানা সাবার পোস্টের কিছুক্ষণের মধ্যেই বাঁধন নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি দীর্ঘ প্রতিক্রিয়া জানান। সেখানে নাম উল্লেখ না করলেও তিনি লিখেন:

“আমার কিছু সহকর্মী— যাদের সঙ্গে আমি একসঙ্গে কাজ করেছি, মঞ্চে দাঁড়িয়েছি, যাদের বিশ্বাস করতাম—তারা ইন্টারনেটে আমার ওপর নির্মম ও অপমানজনক আক্রমণ চালাচ্ছেন। তাদের কথাগুলো অমানবিক। তারা শুধু আমাকে নয়, আমি যা কিছুতে বিশ্বাস করি, সেগুলোকেও অসম্মান করছে। এই তালিকায় জাতীয় পুরস্কারপ্রাপ্তরাও আছেন।”

বাঁধনের পোস্টের ভাষা ও টাইমিং দেখে অনেকেই ধারণা করছেন, এটি সরাসরি সোহানা সাবাকে উদ্দেশ করেই লেখা। অন্যদিকে, সাবার স্ক্রিনশট শেয়ার এবং ব্যাখ্যাকে কেউ দেখছেন "উদ্দীপক", কেউ আবার "প্ররোচনামূলক"।

এই ঘটনা বিনোদন অঙ্গনের বিভাজনকে আরও স্পষ্ট করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কেউ বলছেন, ব্যক্তিগত মত প্রকাশের স্বাধীনতা থাকলেও একে অপরকে অপমান করা অনুচিত।

মুসআব/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে