ঢাকা, সোমবার, ২১ জুলাই ২০২৫
Sharenews24

জুলাই যোদ্ধাদের জন্য সরকারি চাকরিতে কোটা থাকছে না

২০২৫ জুলাই ২১ ১৫:২৬:৩৭
জুলাই যোদ্ধাদের জন্য সরকারি চাকরিতে কোটা থাকছে না

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ–অভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহতদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হলেও তাদের জন্য সরকারি চাকরিতে কোনো কোটা রাখা হবে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম।

সোমবার (২১ জুলাই) সচিবালয়ে ‘জুলাই যোদ্ধা ও শহীদ পরিবার’ নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গৃহীত কার্যক্রম উপস্থাপন করতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “জুলাই গণ–অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্য ও আহতদের জন্য সরকারি চাকরিতে কোটা থাকবে না। সব কিছু হবে যোগ্যতার ভিত্তিতে।”

তিনি আরও বলেন, “আমাদের মন্ত্রণালয় পুনর্বাসনের কিছু কর্মসূচি নির্ধারণ করেছে। তবে সেই পুনর্বাসন হবে নানাভাবে—কেউ প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থানের পথ বেছে নিতে পারেন। কারও হাঁস-মুরগি কিংবা পশু পালন করার আগ্রহ থাকলে, সরকার সে অনুযায়ী সহায়তা দেবে। কিন্তু চাকরির কোটা বা ফ্ল্যাট বরাদ্দের কোনো পরিকল্পনা আমাদের নেই।”

‘জুলাই যোদ্ধাদের সরকারি অনুদান মুক্তিযোদ্ধাদের সমান করে দেওয়া হচ্ছে কি না’—এমন প্রশ্নে উপদেষ্টা ফারুক ই আজম বলেন, “মুক্তিযোদ্ধাদের প্রসঙ্গ এখানে আনা ঠিক নয়। তারা আমাদের মহান সম্পদ। তাঁদের অবদান অনস্বীকার্য এবং অতুলনীয়।”

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে