ঢাকা, সোমবার, ২১ জুলাই ২০২৫
Sharenews24

‘ভালো মানুষ ঢুকে শয়তান হয় আ.লীগ-বিএনপিতে’

২০২৫ জুলাই ২১ ২১:২১:৪৬
‘ভালো মানুষ ঢুকে শয়তান হয় আ.লীগ-বিএনপিতে’

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ ও বিএনপির তীব্র সমালোচনা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, “আ.লীগ-বিএনপি এমন দুই দল, যেখানে ভালো মানুষ ঢুকে খারাপ হয়ে বের হয়।” তিনি আরও বলেন, “এগুলো এমন এক ফ্যাক্টরি বা ইঞ্জিন, যেখানে ফেরেশতা ঢুকলেও বের হবে আজাজিল হয়ে। ”

সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় নরসিংদীর কাউরিয়া পাড়া ঈদগাহ মাঠে ইসলামী যুব আন্দোলনের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ফয়জুল করীম বলেন, “এই দলগুলোতে ভালো মানুষ ঢুকে শয়তান হয়ে যায়। আর ইসলাম এমন একটি ফ্যাক্টরি, যেখানে হাজারও খারাপ মানুষ ঢুকে ভালো হয়ে বের হয়।”

তিনি আরও বলেন, “আমাদের আন্দোলন নির্বাচন বা ক্ষমতার জন্য নয়, বৈষম্য ও ফ্যাসিবাদের বিরুদ্ধে। এই আন্দোলন নাগরিকের সম-অধিকার প্রতিষ্ঠার জন্য।”

চরমোনাই পীর আরও বলেন, “যুদ্ধ এখনও শেষ হয়নি। আবারও সংগ্রামে নামতে হবে। জুলুম-খুন-ধর্ষণ বন্ধ করে মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে।”

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, নরসিংদী জেলা শাখার সভাপতি মুফতি সাইদ আহমদ সরকার। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ। বিশেষ বক্তা ছিলেন সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) আরিফ বিন মেহের উদ্দিন।

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে