ঢাকা, সোমবার, ২১ জুলাই ২০২৫
Sharenews24

উত্তরা হাসপাতালে রাজনীতিবিদদের ভিড়: হট্টগোলে পরিস্থিতি উত্তপ্ত

২০২৫ জুলাই ২১ ২১:১৩:৩৬
উত্তরা হাসপাতালে রাজনীতিবিদদের ভিড়: হট্টগোলে পরিস্থিতি উত্তপ্ত

নিজস্ব প্রতিবেদক: উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের দেখতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ভিড় জমানোর কারণে এক হট্টগোলের সৃষ্টি হয়েছে।

সোমবার (২১ জুলাই) বিকেল ৪টায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ওই হাসপাতালে যান। এ সময় সেখানে উপস্থিত কিছু ব্যক্তি তাদের আগমনকে ঘিরে বিরূপ মন্তব্য করতে শুরু করেন এবং স্লোগান দেন।

তবে স্লোগানদাতাদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনার পর জামায়াত নেতারা হাসপাতালের জরুরি বিভাগে আসা দগ্ধদের খোঁজ-খবর নিয়ে হাসপাতাল ত্যাগ করেন। জামায়াতের শীর্ষ দুই নেতার সঙ্গে এ সময় দলটির ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন উপস্থিত ছিলেন।

এর কিছুক্ষণ পর আহতদের দেখতে হাসপাতালে যান ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। কিন্তু হাসপাতালের স্বেচ্ছাসেবকরা তাকে বাধা দেন এবং একপর্যায়ে ছাত্রদল সভাপতি রাকিব হাসপাতাল ত্যাগ করতে বাধ্য হন।

উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক এস এম রাকিবুল ইসলাম জানিয়েছেন, "দুপুরের পর থেকে আমাদের হাসপাতালে ১৬০ জন চিকিৎসা নিয়েছেন। যাদের মধ্যে ৪০-৪৫ জনের অবস্থা গুরুতর ছিল, সবার শরীর ৭০-৮০ শতাংশ পুড়ে গিয়েছিল। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বর্তমানে ২৩ জন উত্তরা আধুনিক হাসপাতালে ভর্তি আছেন এবং তাদের অবস্থা স্থিতিশীল।"

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে