ঢাকা, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
Sharenews24

যার আকাশ ছোঁয়ার স্বপ্ন ছিল, তাকেই আকাশ কেড়ে নিল

২০২৫ জুলাই ২২ ১০:৪৩:০৮
যার আকাশ ছোঁয়ার স্বপ্ন ছিল, তাকেই আকাশ কেড়ে নিল

নিজস্ব প্রতিবেদক : ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন পাইলট তৌফিক ইসলাম সাগর। মাত্র এক বছর আগে নতুন জীবনের সূচনা করেছিলেন এই তরুণ পাইলট। তার অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

তৌফিক ইসলাম সাগর ছিলেন রাজশাহীর ছেলে। সোমবার (২১ জুলাই) দুপুরে তার গ্রামের বাড়িতে গেলে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। শোকসন্তপ্ত পরিবারের সদস্যরা তখনও মেনে নিতে পারছেন না প্রিয়জনের এ মর্মান্তিক বিদায়।

তৌফিকের মামা শওকত আলী জানান, ছোটবেলা থেকেই সাগরের একটাই স্বপ্ন ছিল—পাইলট হবেন। পরিবারের ইচ্ছা ছিল তিনি সেনাবাহিনীর অফিসার হবেন, কিন্তু সাগর নিজের স্বপ্নের পথেই ছিলেন দৃঢ়। তিনি ছিলেন অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী।

তিনি ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়েছেন রাজশাহী গভ. ল্যাবরেটরি স্কুলে। এরপর ভর্তি হন পাবনা ক্যাডেট কলেজে। সেখান থেকে উচ্চমাধ্যমিক শেষ করে যোগ দেন বাংলাদেশ বিমান বাহিনীতে।

আরেক মামা সেলিম জানান, প্রায় এক বছর আগে সাগরের বিয়ে হয়। তবে আনুষ্ঠানিকতা হয়েছিল মাত্র দুই মাস আগে। তার স্ত্রী বর্তমানে ব্র্যাক ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন। আগামীকাল রাজশাহীতেই তৌফিকের দাফন সম্পন্ন হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।

এই বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৭ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন শতাধিক মানুষ। আহতদের মধ্যে ১৭১ জনকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের অধিকাংশই শিক্ষার্থী এবং তাদের অনেকেই গুরুতর দগ্ধ।

এ দুর্ঘটনায় চীন ও ভারতসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের বিভিন্ন দেশ শোক প্রকাশ করেছে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে