ঢাকা, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
Sharenews24

সংসার শুরুর ৬ মাসের মাথায় শেষ পাইলট তৌকিরের জীবন

২০২৫ জুলাই ২১ ২৩:১৪:৩৯
সংসার শুরুর ৬ মাসের মাথায় শেষ পাইলট তৌকিরের জীবন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম। এই মর্মান্তিক দুর্ঘটনায় তার অকাল মৃত্যু পরিবার, আত্মীয়-স্বজন ও সহকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির এক বছর আগে পারিবারিকভাবে বিয়ে করেছিলেন। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে ঢাকার গাজীপুরে আনুষ্ঠানিকভাবে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয় এবং স্ত্রী আকশা আহম্মেদ নিঝুমকে ঘরে তোলেন। নিঝুম ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা। নবদম্পতি ঢাকায় বিমানবাহিনীর কোয়ার্টারে বসবাস করছিলেন।

তৌকিরের গাড়ীচালক চালক আলী হাসান জানান, “ঈদের ছুটিতে তিনি রাজশাহীতে এসেছিলেন। সেখানে কোরবানিও দেন। ছুটি শেষে তাকে ঢাকায় পৌঁছে দিই। খুবই নম্র, ভদ্র ও বিনয়ী মানুষ ছিলেন স্যার। ঢাকায় নামানোর পর তিনি পুরো এলাকা ঘুরিয়ে দেখান। তার মধ্যে কোনো অহংকার ছিল না।”

তৌকির ইসলামের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে হলেও পরিবার বর্তমানে রাজশাহীতে বসবাস করে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর দুই বাড়িতেই চলছে শোকের মাতম।

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে