ঢাকা, সোমবার, ২১ জুলাই ২০২৫
Sharenews24

বাজার চাঙ্গা করল যেসব কোম্পানির শেয়ার

২০২৫ জুলাই ২১ ১৮:৩১:০৩
বাজার চাঙ্গা করল যেসব কোম্পানির শেয়ার

নিজস্ব প্রতিবেদক: আগের তিন দিনের ধারাবাহিকতায় আজ সোমবারও (২১ জুলাই) শেয়ারবাজারে উত্থান হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৫.৫৯ পয়েন্ট বেড়েছে। সূচকের এই উত্থানের নেপথ্যে ছিল শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানি। আমার স্টক সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- গ্রামীণ ফোন, বিএটিবিসি, ওয়ালটন হাইটেক, ইসলামী ব্যাংক এবং ডাচ্-বাংলা ব্যাংক। আজ এই ৫ কোম্পানি ডিএসইর সূচকে প্রায় ২৪ পয়েন্ট যোগ করেছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি পয়েন্ট যোগ করেছে গ্রামীণ ফোন। আজ ডিএসইর সূচকে কোম্পানিটি ৯ পয়েন্টের বেশি যোগ করেছে। এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৭ টাকা ১০ পয়সা বা ২.৩৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩১০ টাকা ১০ পয়সায়। আজ কোম্পানিটির শেয়ার দর ৩০৩ টাকা থেকে ৩১৫ টাকা ৫০ পয়সায় উঠানামা করে।

দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছে বিএটিবিসি। এদিন ডিএসইতে কোম্পানিটি ৬ পয়েন্টের বেশি যোগ করেছে। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৯ টাকা ৯০ পয়সা বা ৩.৪১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩০০ টাকায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ২৯১ টাকা থেকে ৩০৫ টাকা ৪০ পয়সায় উঠানামা করে।

তৃতীয় সর্বোচ্চ ৪ পয়েন্টের বেশি যোগ করেছে ওয়ালটন হাইটেক। আজ কোম্পানিটির শেয়ার দর ১৫ টাকা ৬০ পয়সা বা ৩.৫৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৫৫ টাকা ৬০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ৪৪১ টাকা ১০ পয়সা বা ৪৬৬ টাকায় উঠানামা করে।

অন্য দুই কোম্পানির মধ্যে ডিএসইর সূচকে ইসলামী ব্যাংক ৩ পয়েন্ট এবং ডাচ্-বাংলা ব্যাংক প্রায় ৩ পয়েন্ট যোগ করেছে।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে