ঢাকা, সোমবার, ২১ জুলাই ২০২৫
Sharenews24

সাউথইস্ট ব্যাংকের পরিচালক আলমগীর কবিরের পদত্যাগ

২০২৫ জুলাই ২১ ১৬:৪৮:২৫
সাউথইস্ট ব্যাংকের পরিচালক আলমগীর কবিরের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংকের বোর্ড থেকে অবশেষে পদত্যাগ করেছেন সাবেক চেয়ারম্যান আলমগীর কবির। টানা দুই দশক ব্যাংকের চেয়ারম্যান থাকা এই আলোচিত ব্যক্তির বিরুদ্ধে একাধিক অনিয়ম, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে।

ব্যাংকটির চেয়ারম্যান বরাবর ২০ জুলাই পদত্যাগপত্র জমা দেন আলমগীর কবির। পদত্যাগের কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন "ব্যক্তিগত ও শারীরিক অসুস্থতা"। তবে ব্যাংকিং খাতের অভ্যন্তরীণ সূত্রগুলো বলছে, চলমান তদন্ত ও চাপে তাঁকে বোর্ড ছাড়তে বাধ্য করা হয়েছে।

আলমগীর কবির ২০০৪ সাল থেকে সাউথইস্ট ব্যাংকের বোর্ডে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে রয়েছে ঋণ জালিয়াতি, শেয়ার কারসাজি, ব্যাংকের কেনাকাটায় অনিয়ম, নিয়োগ বাণিজ্য ও বোর্ডে স্বজনপ্রীতির অভিযোগ। দীর্ঘ সময় ধরে ব্যাংকটির ওপর পরিবারের প্রভাব বিস্তারের চেষ্টা নিয়ে তীব্র সমালোচনা ছিল।

২০২৪ সালের ৫ আগস্ট, বিভিন্ন অনিয়মের দায়ে তিনি চেয়ারম্যান পদ হারান। তবে তখনও তিনি বোর্ডে পরিচালক হিসেবে রয়ে যান। অবশেষে দীর্ঘ টানাপড়েনের পর পদত্যাগ করেন।

১৯৯৫ সালে প্রতিষ্ঠিত সাউথইস্ট ব্যাংকের উদ্যোক্তা চেয়ারম্যান ছিলেন এম এ কাশেম। ২০২২ সালে রাজনৈতিক কারণে তাঁকে ও অন্য দুই পরিচালকে ব্যাংকের বোর্ড এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড থেকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর, গত বছরের ২৯ সেপ্টেম্বর তাঁরা সবাই বোর্ডে ফিরে আসেন এবং এম এ কাশেম আবার চেয়ারম্যান হন। তিনি এফবিসিসিআই’র সাবেক সভাপতি এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য।

মুসআব/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে