ঢাকা, সোমবার, ১৪ জুলাই ২০২৫
Sharenews24

এনসিপির জনপ্রিয়তা নিয়ে মুখ খুললেন বিএনপির জ্যেষ্ঠ নেতা

২০২৫ জুলাই ১৪ ১৮:৫৪:৫৪
এনসিপির জনপ্রিয়তা নিয়ে মুখ খুললেন বিএনপির জ্যেষ্ঠ নেতা

নিজস্ব প্রতিবেদক: নতুন রাজনৈতিক দল এনসিপি-এর সাম্প্রতিক পদযাত্রা এবং রাজনৈতিক তৎপরতা নিয়ে নানা আলোচনার মধ্যে বিএনপির জ্যেষ্ঠ নেতা শহীদুল ইসলাম বাবুল বলেছেন, এনসিপির উত্থানকে তারা হুমকি মনে করেন না, বরং এটিকে সুস্থ রাজনীতির অংশ হিসেবেই দেখছেন।

তিনি বলেন, “এনসিপির পদযাত্রায় সাধারণ মানুষের অংশগ্রহণ দেখা যাচ্ছে—এটা স্বাভাবিক। নতুন দল হিসেবে তারা জায়গা করে নেওয়ার চেষ্টা করছে। তাদের মধ্যে অনেক মেধাবী তরুণ আছে, এটা আমরা স্বীকার করি। তবে রাজনীতিতে অভিজ্ঞতা ও স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ। জনগণের ভোট ছাড়া জনপ্রিয়তা যাচাই হয় না।”

এনসিপির নেতাদের কিছু বক্তব্যে কটাক্ষ ও আক্রমণের প্রসঙ্গে শহীদুল ইসলাম বলেন, “তারা যদি রাজনৈতিক বক্তব্যের আড়ালে অশালীন ভাষা, বিদ্বেষ ছড়ান বা ‘জিয়াবাদ উঠিয়ে দেব’, ‘ধানের শীষ মানি না’ এভাবে উস্কানিমূলক কথাবার্তা বলেন—তা গণতান্ত্রিক শিষ্টাচারের বাইরে পড়ে।”

তিনি আরও বলেন, “এটা গণতন্ত্র নয় যে নিজেরা কিছু করলেই জাতির ঠিকাদার হয়ে যাবেন, অন্যদের শুধু দোষারোপ করবেন। পুরনো রাজনীতির মতো ‘খিস্তিখেউর’ করলে তো নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠবে না।”

এনসিপির জামায়াত ও চরমোনাইয়ের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়েও প্রশ্ন তোলেন বাবুল। তার ভাষায়, “তাদের সাম্প্রতিক কার্যক্রমে দেখা যাচ্ছে জামায়াতপন্থী লোকজন সরাসরি অংশ নিচ্ছেন। কোথাও কোথাও চরমোনাই পীরের সঙ্গে তাদের নেতারা একই মঞ্চে বক্তব্য রাখছেন। এতে তাদের রাজনৈতিক অবস্থান প্রশ্নবিদ্ধ হচ্ছে।”

বিএনপির অভ্যন্তরীণ দুর্বলতা নিয়েও খোলাখুলি কথা বলেন বাবুল। “হ্যাঁ, আমরা স্বীকার করি—দলে কিছু দুর্নীতি, অযোগ্যতা ও দুর্বলতা আছে। সব জায়গায় পারছি না, ব্যর্থ হচ্ছি। জনগণের আস্থা রক্ষা করাও আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। তবে ক্ষমতায় না গিয়েই মানুষ আমাদের ওপর দোষ চাপিয়ে দিচ্ছে—এটা তো সঙ্গত নয়,” বলেন তিনি।

তিনি আরও বলেন, “আমরা চাই জনগণের ভোটে ক্ষমতায় যেতে। রাতের আঁধারে ভোট নয়। বিএনপির সক্ষমতা যদি বেড়ে যায়, প্রশাসন ও রাষ্ট্র পরিচালনায় আমরা আরও ভালো করব—এই বিশ্বাস আমাদের আছে।”

শহীদুল ইসলাম বাবুল বলেন, “সবাইকে কথা বলার স্বাধীনতা আছে, কিন্তু সেটা যেন দায়িত্বের সীমার মধ্যে থাকে। শুধু বিএনপিকে আক্রমণ করেই কেউ জনপ্রিয় হবে—এমনটা নয়। যারা সত্যিকার রাজনীতি করতে চান, তারা জনগণের পাশে থাকুন, গালিগালাজে নয়।”

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে