ঢাকা, রবিবার, ১৩ জুলাই ২০২৫
Sharenews24

টি-টোয়েন্টি বিশ্বকাপে নাম লেখাল ১৫ দেশ

২০২৫ জুলাই ১৩ ১৬:৪১:৫৯
টি-টোয়েন্টি বিশ্বকাপে নাম লেখাল ১৫ দেশ

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে চূড়ান্ত হলো প্রথম ১৫ দলের তালিকা। ২০ দলের এই আসরে ইতোমধ্যেই জায়গা নিশ্চিত করেছে ইতালি ও নেদারল্যান্ডসের মতো নতুন মুখ। ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে তারা জায়গা করে নেয় মূল পর্বে।

এই নিয়ে প্রথমবারের মতো ইতালি ও নেদারল্যান্ডস খেলবে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে, যা বিশ্ব ক্রিকেটে বৈচিত্র্য এবং নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। আয়োজক দেশ ভারত , শ্রীলঙ্কা এ দুই দেশ যৌথভাবে আয়োজন করবে ২০২৬ সালের বিশ্বকাপ।

সরাসরি বিশ্বকাপ নিশ্চিত দলগুলো: সুপার এইট থেকে (২০২৪ সালের পারফরম্যান্স ভিত্তিতে) বাংলাদেশ , আফগানিস্তান , অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ,দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ , যুক্তরাষ্ট্র আইসিসি র‍্যাঙ্কিং থেকে পাকিস্তান, নিউজিল্যান্ড ,আয়ারল্যান্ড বাছাইপর্ব থেকে কোয়ালিফাই করা দল , কানাডা (আমেরিকা অঞ্চল) , ইতালি (ইউরোপ অঞ্চল) ,নেদারল্যান্ডস (ইউরোপ অঞ্চল) আফ্রিকা, এশিয়া ও পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাছাইপর্ব এখনো বাকি।

এই অঞ্চলগুলো থেকে আসবে অবশিষ্ট ৫টি দল। এবারই প্রথম ফুটবলপ্রধান দেশ ইতালি বিশ্বকাপ খেলবে আইসিসি আয়োজিত আসরে। ইউরোপ থেকে দুটি দল উঠে আসা ক্রিকেটের ভূগোলকে নতুন মাত্রা দিচ্ছে। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও থাকছে ২০টি দল, যা ২০২৪ সালের রেকর্ড অনুসরণ করছে।

ক্রমদলযোগ্যতার মাধ্যম
ভারত আয়োজক
শ্রীলঙ্কা আয়োজক
বাংলাদেশ সুপার এইট (২০২৪)
আফগানিস্তান সুপার এইট (২০২৪)
অস্ট্রেলিয়া সুপার এইট (২০২৪)
ইংল্যান্ড সুপার এইট (২০২৪)
দক্ষিণ আফ্রিকা সুপার এইট (২০২৪)
ওয়েস্ট ইন্ডিজ সুপার এইট (২০২৪)
যুক্তরাষ্ট্র সুপার এইট (২০২৪)
১০ পাকিস্তান র‍্যাঙ্কিং
১১ নিউজিল্যান্ড র‍্যাঙ্কিং
১২ আয়ারল্যান্ড র‍্যাঙ্কিং
১৩ কানাডা বাছাইপর্ব (আমেরিকা)
১৪ ইতালি বাছাইপর্ব (ইউরোপ)
১৫ নেদারল্যান্ডস বাছাইপর্ব (ইউরোপ)

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে