ঢাকা, রবিবার, ১৩ জুলাই ২০২৫
Sharenews24

সোহাগ হত্যার নেপথ্য জানাল ডিএমপি

২০২৫ জুলাই ১৩ ০৯:৩১:৩৬
সোহাগ হত্যার নেপথ্য জানাল ডিএমপি

নিজস্ব প্রতিবেদক: ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগ হত্যাকাণ্ডে জড়িতদের কীভাবে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর আহ্বান জানানো হয়েছে।

শনিবার (১২ জুলাই) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ জুলাই ২০২৫ তারিখে মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটের সামনে সোহাগকে নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঘটনাস্থল থেকেই মূল অভিযুক্ত মাহমুদুল হাসান মহিনকে হেফাজতে নেয় পুলিশ। তার প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযানে নামা হয় এবং অপর অভিযুক্ত তারেক রহমান রবিনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্যমতে, এদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত অন্যদের শনাক্ত করা সম্ভব হয়েছে। তদন্তে এসব তথ্য অত্যন্ত সহায়ক হিসেবে কাজ করছে।

ডিএমপি জানিয়েছে, সোহাগ হত্যাকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অপতথ্য ও ভুল ব্যাখ্যা ছড়ানো হচ্ছে। এসব তথ্য তদন্তে বিভ্রান্তি তৈরি করতে পারে। তাই সংশ্লিষ্ট সবাইকে গুজব না ছড়িয়ে পুলিশি কার্যক্রমে সহযোগিতা করতে এবং তদন্তে আস্থা রাখতে অনুরোধ করা হয়েছে।

অভিযান অব্যাহত, দল-মত নির্বিশেষে আইনের আওতায় আনার আশ্বাস

বিজ্ঞপ্তির শেষাংশে বলা হয়, সোহাগ হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তারা যেকোনো রাজনৈতিক দল বা মতের অনুসারী হোক না কেন, সবাইকে আইনের আওতায় আনা হবে বলে দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে