ঢাকা, বুধবার, ৯ জুলাই ২০২৫
Sharenews24

এবার সাবেক ভূমিমন্ত্রীর ৫৭৬ কোটির বিও হিসাব অবরুদ্ধ

২০২৫ জুলাই ০৯ ১৮:৫২:২২
এবার সাবেক ভূমিমন্ত্রীর ৫৭৬ কোটির বিও হিসাব অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা ৫৭৬ কোটি ৮ লাখ ৭৭ হাজার ৭৩০ টাকা মূল্যের ২৬টি বিও হিসাব (বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট) অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৯ জুলাই) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। দুদকের পক্ষে এ আবেদন করেন উপপরিচালক মো. মশিউর রহমান।

আবেদনে দুদক উল্লেখ করা হয়, অভিযুক্তের বিরুদ্ধে মানলন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধানের জন্য সাতজন সদস্যের একটি যৌথ অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা যায় যে, অভিযোগ সংশ্লিষ্ট এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিও হিসাবসমূহ নগদায়নসহ অর্থ অন্যত্র স্থানান্তর বা হস্তান্তর করার প্রচেষ্টা করা হচ্ছে।

এসব বিও হিসাবসমূহ নগদায়ন বা অর্থ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে রাষ্ট্রের সমূহ ক্ষতির সম্ভাবনা রয়েছে। সে কারণে এসব বিও হিসাগুলো নগদায়ন বা অর্থ উত্তোলন বন্ধ করার জন্য অবরুদ্ধ করা একান্ত আবশ্যক।

এর আগে গত ১৭ জুন সাইফুজ্জামান চৌধুরীর অবৈধভাবে অর্জিত সম্পদ পাচারের মাধ্যমে যুক্তরাজ্যে গড়া মোট এক হাজার ৬০ কোটি টাকার সম্পদ জব্দ করে যুক্তরাজ্য সরকার। তার আগে গত ৫ মার্চ সাইফুজ্জামান চৌধুরীর ৩৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত।

এসব ব্যাংক হিসাবে পাঁচ কোটি ২৬ লাখ ৮৩ হাজার টাকা জমা রয়েছে বলে দুদকের আবেদন সূত্রে জানা যায়।

এছাড়াও গত ১৭ অক্টোবর সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের নামে থাকা দেশ-বিদেশের ৫৮০ বাড়ি/অ্যাপার্টমেন্ট/জমিসহ স্থাবর সম্পদ জব্দের আদেশ দেন আদালত। এর মধ্যে যুক্তরাজ্যে ৩৪৩টি, সংযুক্ত আরব আমিরাতে ২২৮টি ও যুক্তরাষ্ট্রে রয়েছে ৯টি সম্পত্তি রয়েছে।

মুসআব/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে