ঢাকা, বুধবার, ৯ জুলাই ২০২৫
Sharenews24

বিবিসি রিপোর্ট ঘিরে হাসিনা বিপাকে, প্রেস সচিবের স্ট্যাটাস 

২০২৫ জুলাই ০৯ ১৬:৪৬:৫৪
বিবিসি রিপোর্ট ঘিরে হাসিনা বিপাকে, প্রেস সচিবের স্ট্যাটাস 

নিজস্ব প্রতিবেদক: জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার (৯ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন,"এখন শেখ হাসিনার পালানোর আর কোনো পথ নেই।"

শফিকুল আলম জানান, আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি’র অনুসন্ধানমূলক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, শেখ হাসিনা সরাসরি বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছিলেন। প্রতিবেদনে শতাধিক শিশুর মৃত্যু এবং গণহত্যার কথাও উঠে এসেছে।

তিনি আরও লিখেন,“১৫ বছরেরও বেশি সময় ধরে চালানো দমননীতি ও সহিংসতার দায় শেখ হাসিনার এড়ানোর সুযোগ নেই। যারা তার নির্দেশে হত্যাকাণ্ড ঘটিয়েছে, তারাও শাস্তি এড়াতে পারবে না।”

বিবিসি আই ইনভেস্টিগেশন ইউনিট দাবি করেছে, তারা একটি ফাঁস হওয়া ফোনালাপের অডিও যাচাই করেছে, যেখানে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, “যেখানেই ওদের (বিক্ষোভকারী) পাওয়া যাবে, গুলি করা হবে।”

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এই অডিও রেকর্ডিংটি যাচাই করে নিশ্চিত করেছে যে, এটি শেখ হাসিনার কণ্ঠস্বরের সঙ্গে মিলে যায়।

সূত্র জানায়, ফোনালাপটি ২০২৩ সালের ১৮ জুলাই গণভবন থেকে করা হয়, যা পরে ২০২৫ সালের মার্চে ফাঁস হয়।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে