ঢাকা, সোমবার, ৭ জুলাই ২০২৫
Sharenews24

ব্যাংক খাতের তদারকিতে বড় পরিবর্তন আনছে কেন্দ্রীয় ব্যাংক

২০২৫ জুলাই ০৭ ১৭:২৬:০৯
ব্যাংক খাতের তদারকিতে বড় পরিবর্তন আনছে কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক : দেশের ব্যাংক খাতের তদারকি ব্যবস্থায় সময়োপযোগী ও মৌলিক পরিবর্তনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। লক্ষ্য—তদারকি কাঠামোকে আরও দক্ষ, আধুনিক ও কার্যকর করা। এর অংশ হিসেবে কেন্দ্রীয় ব্যাংক ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ঝুঁকিভিত্তিক তদারকি (রিস্ক বেসড সুপারভিশন) পদ্ধতি চালুর সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক বৈঠকে নতুন তদারকি কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জানানো হয়, ধাপে ধাপে দেশের সব তফসিলি ব্যাংকে এই কাঠামো বাস্তবায়ন করা হবে।

বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে কিছু ব্যাংকে পরীক্ষামূলকভাবে এ পদ্ধতি চালু করেছে। ইতিবাচক ফলাফল পাওয়ায় আগামী জুলাই থেকেই ধাপে ধাপে সব তফসিলি ব্যাংকে এর বাস্তবায়ন শুরু হবে।

নতুন তদারকি কাঠামোর আওতায় প্রতিটি ব্যাংকের আর্থিক, বাজার, পরিচালনাগত, আইনগত ও কৌশলগত ঝুঁকি সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা হবে। সেই অনুযায়ী সংশ্লিষ্ট ঝুঁকিপূর্ণ খাতে দ্রুত হস্তক্ষেপ নেওয়া সম্ভব হবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক।

এই কাঠামো চালুর অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক তার অভ্যন্তরীণ সংগঠনেও বড় রদবদল আনছে। গঠন করা হচ্ছে একাধিক নতুন তদারকি বিভাগ:

তদারকি নীতিমালা ও সমন্বয় বিভাগ

তথ্য বিশ্লেষণ ও ব্যবস্থাপনা বিভাগ

প্রযুক্তি ও ডিজিটাল ব্যাংকিং তদারকি বিভাগ

অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিভাগ

প্রতিটি ব্যাংকের জন্য থাকবে পৃথক তদারকি টিম।

তপশিলি ব্যাংকসহ সংশ্লিষ্টদের সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশ ব্যাংক শুরু করেছে প্রশিক্ষণ কার্যক্রম। এতে সহযোগিতা করছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুলো। একইসঙ্গে গড়ে তোলা হচ্ছে একটি কেন্দ্রীয় তদারকি তথ্য প্ল্যাটফর্ম, যার মাধ্যমে যেকোনো ব্যাংকের ঝুঁকি প্রোফাইল তাৎক্ষণিক বিশ্লেষণ করে ব্যবস্থা নেওয়া যাবে।

বাংলাদেশ ব্যাংক বলছে, এই রূপান্তরের মাধ্যমে ব্যাংক খাতে দায়বদ্ধতা ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবন উৎসাহিত হবে। পাশাপাশি ব্যাংকিং খাতের স্থিতিশীলতা ও দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও সুসংহত হবে।

রূপান্তর যাত্রায় সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা কামনা করে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, সম্মিলিত প্রচেষ্টায় গড়ে তোলা সম্ভব একটি আধুনিক, ঝুঁকি-সচেতন ও টেকসই ব্যাংকিং পরিবেশ।

মুসআব/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে