ঢাকা, শনিবার, ১২ জুলাই ২০২৫
Sharenews24

নেতানিয়াহুর জন্য দুঃসংবাদ নেপথ্যে স্ত্রী 

২০২৫ জুলাই ০৬ ১৯:১২:১৭
নেতানিয়াহুর জন্য দুঃসংবাদ নেপথ্যে স্ত্রী 

নিজস্ব প্রতিবেদক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার যুক্তরাষ্ট্র সফরের একদিন আগেই মুখপাত্র ওমর দোস্তরিকে বরখাস্ত করেছেন, যা নিয়ে রহস্য তৈরি হয়েছে। যদিও প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে যে দোস্তরি নিজেই পদত্যাগ করেছেন, ইসরায়েলি গণমাধ্যম দাবি করছে এর পেছনে নেতানিয়াহুর স্ত্রী সারাহ নেতানিয়াহুর ভূমিকা রয়েছে।

বরখাস্তের কারণ ও বিতর্ক শনিবার (৫ জুলাই) প্রধানমন্ত্রীর দপ্তর একটি বিবৃতিতে দোস্তরির পদত্যাগ নিশ্চিত করে জানায় যে তিনি "নতুন পথে" এগিয়ে যেতে চান। তবে, ইসরায়েলের চ্যানেল ১৩ জানিয়েছে, দোস্তরিকে সরিয়ে দেওয়ার পেছনে প্রধান ভূমিকা রেখেছেন নেতানিয়াহুর স্ত্রী সারাহ নেতানিয়াহু। সূত্র অনুযায়ী, তাদের মধ্যে একাধিকবার উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে। 'টাইমস অব ইসরায়েল'-এর খবরে বলা হয়েছে, সারাহ নেতানিয়াহুর আচরণ এবং প্রশাসনিক কাজে তার অতিরিক্ত হস্তক্ষেপ দোস্তরির পদত্যাগের অন্যতম কারণ।

যদিও প্রধানমন্ত্রীর দপ্তর সারাহর সংশ্লিষ্টতা অস্বীকার করে জানিয়েছে যে এই সিদ্ধান্ত নেতানিয়াহু, তার চিফ অব স্টাফ এবং দোস্তরি নিজে যৌথভাবে নিয়েছেন। নতুন মুখপাত্র এবং পূর্ববর্তী অভিযোগ নতুন মুখপাত্র হিসেবে জিভ আগমন দায়িত্ব নিতে পারেন বলে জানা গেছে, যিনি সারাহ নেতানিয়াহুর ঘনিষ্ঠ। ইয়েনেত-কে ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, নেতানিয়াহু মনে করতেন দোস্তরি এই দায়িত্বের জন্য উপযুক্ত নন এবং তার পেশাগত অভিজ্ঞতা যথেষ্ট নয়।

দোস্তরির বিরুদ্ধে আগেও অভিযোগ ছিল। ফেব্রুয়ারিতে হিব্রু গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, নেতানিয়াহু তাকে একাধিকবার তিরস্কার করেন। অক্টোবরে, ইরানে ইসরায়েলি হামলার পর দোস্তরি সেনা সদর দপ্তরে নেতানিয়াহুর উপস্থিতির ছবি সেন্সরশিপ ভেঙে প্রকাশ করেন, যার মাধ্যমে গোপন তথ্য আন্তর্জাতিক গণমাধ্যমে পৌঁছে যায়। দোস্তরির বিদায়ী মন্তব্য দোস্তরির পদত্যাগ নিশ্চিত করে প্রধানমন্ত্রীর দপ্তর তার কাজের প্রশংসা করে জানায়, "এটি ছিল ইসরায়েলের ইতিহাসে অন্যতম সংকটপূর্ণ সময়, যেখানে তিনি নীতিনিষ্ঠ ও পেশাদারত্বের সঙ্গে কাজ করেছেন।" দোস্তরি নিজেও এক বিবৃতিতে নেতানিয়াহুকে ধন্যবাদ জানিয়ে বলেন, "আমি কাছ থেকে দেখেছি কীভাবে প্রধানমন্ত্রী জাতির জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন।

আমি নিশ্চিত, তিনি ইসরায়েলকে নিরাপদ ও উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যাবেন।" উল্লেখ্য, ওমর দোস্তরি আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে ডক্টরেটধারী এবং প্রধানমন্ত্রীর মুখপাত্র হওয়ার আগে দুটি ডানপন্থি থিঙ্কট্যাংকে গবেষক হিসেবে কাজ করেছেন। তিনি ইসরায়েলি গণমাধ্যমে নিয়মিত কলাম লিখতেন।

মুয়াজ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে