ঢাকা, রবিবার, ৬ জুলাই ২০২৫
Sharenews24

ফেসবুক প্রোফাইল লাল করার আইডিয়া কার, জানা গেল

২০২৫ জুলাই ০৬ ১৯:১৯:১৯
ফেসবুক প্রোফাইল লাল করার আইডিয়া কার, জানা গেল

নিজস্ব প্রতিবেদক: ফেসবুক প্রোফাইল লাল করার আইডিয়াটি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদের। গত বছরের ২৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্তের প্রতিবাদে এই কর্মসূচির সূচনা হয়। আইডিয়ার সূত্রপাত এস এম ফরহাদ জানান, যখন সরকার গণহত্যার বদলে রাষ্ট্রীয় শোক ও কালো পতাকা উত্তোলনের ঘোষণা দেয়, তখন আবু সাদিক কায়েম তার কাছে পরামর্শ চান।

ফরহাদ তখন প্রস্তাব দেন, যেহেতু সরকার কালো রঙের কর্মসূচি দিচ্ছে, তারা এর পাল্টা হিসেবে 'লাল' রঙের কর্মসূচি দেবে। 'লাল' রং রক্তের প্রতীক হওয়ায় এর মাধ্যমে হত্যাকাণ্ডের প্রতিবাদ করা সম্ভব বলে তিনি মনে করেন। কর্মসূচির বিস্তার আইডিয়াটি সাদিক কায়েমের পছন্দ হলে তারা একটি প্রেস রিলিজ তৈরি করে সমন্বয়কদের কাছে পাঠান, যারা পরে এটি ঘোষণা করেন। এই কর্মসূচির পরের দিন দেখা যায়, সমাজের সকল স্তরের নাগরিক তাদের ফেসবুক প্রোফাইল লাল রঙে আপডেট করছেন, এমনকি ড. ইউনূস এবং খালেদা জিয়ার ফেসবুক পেজ থেকেও লাল প্রোফাইল শেয়ার করা হয়।

অনলাইন থেকে মাঠের কর্মসূচিতে রূপান্তর এস এম ফরহাদ আরও বলেন, এই কর্মসূচিটি ছিল একটি 'সফট কর্মসূচি' বা অনলাইন ভিত্তিক আন্দোলন। তখন প্রচুর গ্রেপ্তার ও মামলা হওয়ায় তারা প্রথমে হার্ড কর্মসূচিতে যেতে চাননি। সফট কর্মসূচি হিসেবে যখন লাল প্রোফাইল কর্মসূচিতে ব্যাপক সাড়া পাওয়া যায়, তখন তারা উৎসাহিত হয়ে মাঠের কর্মসূচিতে যান। প্রায় এক সপ্তাহের সফট কর্মসূচির শেষ ধাপ ছিল এই লাল প্রোফাইল দেওয়ার কর্মসূচি।

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে