ঢাকা, সোমবার, ৭ জুলাই ২০২৫
Sharenews24

কেনাকাটায় সুখবর দিলেন প্রেস সচিব 

২০২৫ জুলাই ০৭ ১৫:৩১:০৬
কেনাকাটায় সুখবর দিলেন প্রেস সচিব 

নিজস্ব প্রতিবেদন: অন্তর্বর্তী সরকারের সুচিন্তিত নীতি ও কৌশলের ফলে দেশে মূল্যস্ফীতি দ্রুত হারে কমছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার (৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

প্রেস সচিব জানান, জুন ২০২৫-এর সর্বশেষ উপাত্ত অনুযায়ী, দেশে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি নেমে এসেছে ৮.৪৮ শতাংশে, যা ২০২৪ সালের আগস্টের তুলনায় প্রায় ২ শতাংশ কম।

তিনি আরও উল্লেখ করেন, খাদ্য মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে কমে ৭.৩৯ শতাংশে দাঁড়িয়েছে, যা গত দুই বছরের মধ্যে সর্বনিম্ন। এছাড়া খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতিও হ্রাসের পথে, এবং আগামীতে তা আরও দ্রুত কমবে বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন, “এটি সরকারের সময়োপযোগী পদক্ষেপ ও বাজার ব্যবস্থাপনার সুফল।”

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে