ঢাকা, বুধবার, ২৮ মে ২০২৫
Sharenews24

জুলাইয়ের নামে জামায়াতকে কোণঠাসা করল এনসিপি

২০২৫ মে ২৬ ১১:০৭:০৫
জুলাইয়ের নামে জামায়াতকে কোণঠাসা করল এনসিপি

নিজস্ব প্রতিবেদক: জুলাইয়ের অভ্যুত্থানের পর রাজনৈতিক ঐক্যের পথে হাঁটা দলগুলোর মধ্যে এখন ভাঙন স্পষ্ট। বিশেষ করে বিএনপি-জামায়াতের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সম্পর্কের টানাপোড়েন সম্প্রতি প্রকাশ্য হয়ে উঠেছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ নিয়ে এনসিপি ও বিএনপির মধ্যে দ্বন্দ্ব চূড়ান্ত রূপ নেয়। বিএনপি অনুসারীরা টানা সড়ক অবরোধ করেন, যার পাল্টা হিসেবে এনসিপি ইসি বাতিলের দাবিতে বিক্ষোভ করে। এ ঘটনায় দুই দলের মধ্যে দূরত্ব আরও প্রকট হয়ে ওঠে।

সম্প্রতি বিএনপি অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টাকে নিয়ে আপত্তি তোলে, যাদের ভবিষ্যতে এনসিপি থেকে নির্বাচন করার গুঞ্জন রয়েছে। বিএনপির দাবি, এই উপদেষ্টারা সরকারের নিরপেক্ষ ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন। জবাবে এনসিপি বলেছে, তারা গণ-অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবেই সরকারে এসেছেন, এবং এসব মন্তব্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

এনসিপি এক বিবৃতিতে জামায়াতকে উদ্দেশ করে বলেছে, একাত্তরের ভূমিকা নিয়ে তাদের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করতে হবে। এনসিপির এই অবস্থান জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন বাড়িয়েছে। শিবিরের নেতারা এর জবাবে জুলাইয়ের ‘গাদ্দারদের’ বিরুদ্ধে তীব্র বক্তব্য দিয়েছেন। তবে জামায়াত এখন পর্যন্ত কৌশলগত নীরবতা বজায় রেখেছে।

এনসিপির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হুমায়রা নূর বলেন, “আমরা জুলাইয়ের চেতনা ধারণ করি, যে চেতনা একাত্তরেরও ধারক। আমরা কারও বিরুদ্ধে সরাসরি বলি না, কিন্তু রাজনৈতিক অবস্থান পরিষ্কার চাই।”

জোটের মধ্যে দূরত্বের প্রশ্নে সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, “বিএনপির কর্মকাণ্ড থেকেই বোঝা যাচ্ছে তারা কতটা পাওয়ার হাংরি হয়ে উঠেছে। তারা ক্ষমতায় গেলে কী ধরনের জুলুম চালাতে পারে, তার নিদর্শন এখনই দেখাচ্ছে।”

এনসিপির একাধিক নেতা জানান, দূরত্ব নয় বরং রাজনৈতিক সমালোচনার জায়গা তৈরি হয়েছে এবং এটি গণতান্ত্রিক অগ্রগতিরই অংশ। তারা বলছেন, এনসিপি সব দলের সঙ্গে কাজ করতে চায়, তবে একাত্তরের চেতনার বিপক্ষে কেউ থাকলে, তাদের সঙ্গে আদর্শগত দূরত্ব থাকাটাই স্বাভাবিক।

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স জানান, “দলগুলোর সঙ্গে বিএনপির দূরত্ব নেই। তবে জাতীয় নির্বাচন ছাড়া গণতন্ত্র ফেরানো সম্ভব নয়। স্থানীয় সরকার নির্বাচন এসব সংকট সমাধানে কার্যকর নয়।”

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে