ঢাকা, বুধবার, ২৮ মে ২০২৫
Sharenews24

ঈদের আগেই বড় ধাক্কা, বন্ধ হচ্ছে প্রাথমিক শিক্ষা

২০২৫ মে ২৬ ১০:২০:৩৯
ঈদের আগেই বড় ধাক্কা, বন্ধ হচ্ছে প্রাথমিক শিক্ষা

নিজস্ব প্রতিবেদক: দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা আজ সোমবার (২৬ মে) থেকে টানা পূর্ণ দিবস কর্মবিরতিতে গিয়েছেন। তাদের দাবি—এন্ট্রি পদে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড এবং প্রধান শিক্ষক পদে শতভাগ দ্রুত পদোন্নতি।

এই আকস্মিক কর্মবিরতির ফলে দেশের প্রায় ১ কোটিরও বেশি শিক্ষার্থী শ্রেণিকক্ষের বাইরে রয়েছে, যা প্রাথমিক শিক্ষাব্যবস্থায় চরম বিঘ্ন ঘটাচ্ছে।

‘সহকারী শিক্ষক ঐক্য পরিষদ’-এর আহ্বানে এই আন্দোলন আজ থেকে অনির্দিষ্টকালের জন্য শুরু হয়েছে। পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন জানান, সরকারের পক্ষ থেকে দাবির বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তারা বাধ্য হয়ে এই কর্মসূচিতে গেছেন। তিনি আরও বলেন, "আমরা কখনোই শিক্ষার্থীদের ক্ষতিগ্রস্ত করতে চাইনি।"

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০২৩ সালের পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট প্রাথমিক শিক্ষার্থীর সংখ্যা ১ কোটি ৯৭ লাখ ১৩ হাজার ৬৮৫ জন। এর মধ্যে ১ কোটি ৯ লাখ ৮৫ হাজার ৮১৫ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত।

ঈদুল আজহার ছুটি শুরু হওয়ার কথা আগামী ৩ জুন। তার আগে বাকি থাকা ছয়টি কার্যদিবস শিক্ষার জন্য গুরুত্বপূর্ণ হলেও আন্দোলনের কারণে তা বন্ধ হয়ে যাচ্ছে।

অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উদ্বেগ। তাদের মতে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি বেশি হওয়ায় শিক্ষার্থীরা আগেই পিছিয়ে রয়েছে। সামনে বড় ছুটির আগে কর্মবিরতির ফলে শিখন ঘাটতি আরও বাড়বে।

বর্তমানে সহকারী শিক্ষকরা ১৩তম গ্রেডে বেতন পান, যার মূল বেতন মাত্র ১১ হাজার টাকা। তাদের দাবি, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় এটি অনেক কম।

শিক্ষাবিদরা শিক্ষকদের দাবি যৌক্তিক মনে করলেও সময় নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের মতে, করোনাকালীন শিখন ঘাটতির প্রেক্ষাপটে এ সময়ে আন্দোলন শিক্ষার্থীদের জন্য আরও ক্ষতির কারণ হতে পারে। তারা মনে করেন, নির্বাচিত নতুন সরকার গঠিত হওয়া পর্যন্ত অপেক্ষা করা যেত।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে