ঢাকা, রবিবার, ২৫ মে ২০২৫
Sharenews24

আসিফ নজরুলও দায় এড়াতে পারবেন না

২০২৫ মে ২৫ ০৯:৫৯:৫৬
আসিফ নজরুলও দায় এড়াতে পারবেন না

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, খুনি ও হত্যাকারীদের বিচারপ্রক্রিয়া অদৃশ্য ইশারায় থমকে আছে। শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

তিনি লিখেছেন, “খুনি হাসিনার নির্দেশে বুলেটে বিদ্ধ হয়ে মাথার খুলি উড়ে যাওয়া ভাই হাসানের জানাজা আজ শহিদ মিনারে অনুষ্ঠিত হয়। জুলাই অভ্যুত্থানের সর্বশেষ শহিদ ছিলেন আমাদের সহযোদ্ধা হাসান—যিনি বুক টানটান করে দাঁড়িয়েছিলেন ‘হাসিনাশাহীর’ বিরুদ্ধে।”

হাসনাত আরও লিখেছেন, “এত রক্ত ও প্রাণের বিনিময়ে ফ্যাসিবাদী শক্তির হাত থেকে ক্ষমতা ছিনিয়ে আনার পর, আমাদের প্রথম দায়িত্ব ছিল খুনিদের বিচার নিশ্চিত করা। কিন্তু কোনো অদৃশ্য ইশারায় সেই বিচার থমকে আছে। বিচার চাইলেই নানা ব্যাখ্যা ও দীর্ঘসূত্রিতা দেখানো হয়।”

তিনি বলেন, “এই অন্তর্বর্তী সরকার খুনি হাসিনার বিচার না করে কোথাও যেতে পারবে না। গণহত্যার মাস্টারমাইন্ডদের বিচারের মুখোমুখি না করে কেউ দায়মুক্ত হতে পারে না—সেখান থেকে অধ্যাপক আসিফ নজরুল স্যারও নয়।”

হাসনাত আরও লিখেছেন, “জুলাইয়ের উত্তাল দিনগুলোতে শহিদ হাসান ছিলেন আমাদের সংগ্রামী সহযোদ্ধা। আমরা তার হত্যার বিচার চাই। কেউ এই বিচার থেকে ফাঁকি দিয়ে পার পাবে না। এ জানাজা শুধু বিদায়ের আনুষ্ঠানিকতা নয়, বরং আমাদের প্রতিজ্ঞার নতুন সূচনা। আমরা ভুলব না, থামব না।”

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে