ঢাকা, শনিবার, ২৪ মে ২০২৫
Sharenews24

সব দলে আতঙ্ক, জামায়াত দিল স্পষ্ট বার্তা

২০২৫ মে ২৪ ১০:৩৫:৪৮
সব দলে আতঙ্ক, জামায়াত দিল স্পষ্ট বার্তা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী আসন্ন নির্বাচন নিয়ে আস্থা রাখছে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “ডিসেম্বর থেকে জুনের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে—এ বিষয়ে আমরা আশাবাদী।”

শনিবার (২৪ মে) সকালে রাজধানীতে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন,“নির্বাচনের জন্য আমরা কাউকে বাধ্য করতে চাই না, বরং সহযোগিতা করতে চাই। সরকারকে সহযোগিতা করতে সব রাজনৈতিক সংগঠনের প্রতি আহ্বান জানাচ্ছি। জাতি যদি সংকটে পড়ে, আমরা কেউ দায় এড়াতে পারবো না।”

তিনি আরও বলেন, দেশের বর্তমান সংকট উত্তরণে সর্বদলীয় বৈঠক আহ্বান করে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া উচিত। এতে জাতির মধ্যে যে অনিশ্চয়তা ও আতঙ্ক রয়েছে, তা অনেকটাই দূর হবে বলে তিনি মনে করেন।

ডা. শফিকুর রহমান বলেন,“বিগত সরকারের কর্মকাণ্ডে জনগণের মধ্যে নির্বাচনের প্রতি অনীহা তৈরি হয়েছে। একটি অর্থবহ নির্বাচন আয়োজনের জন্য এখনো পর্যন্ত কোনো সুস্পষ্ট রোডম্যাপ দেওয়া হয়নি। এভাবে এগোলে জনগণ নির্বাচন প্রত্যাখ্যান করবে।”

জুলাই গণআন্দোলনের সময় সংঘটিত হত্যা ও গুমের ঘটনার নিরপেক্ষ বিচার দাবি করে তিনি বলেন,“এই অপরাধের বিচার না হলে দেশ গভীর অন্ধকারে হারিয়ে যেতে পারে। আমরা ন্যায়সঙ্গত, ফেয়ার একটি বিচার চাই।”

মানবিক করিডর বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন,“এটি জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত বিষয়। তাই সরকারের উচিত সব পক্ষের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া।”

তিনি চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা নিয়ে বলেন,“দেশের ৭০ শতাংশ বাণিজ্য এই বন্দরের ওপর নির্ভরশীল। এমন কৌশলগত বিষয়ে হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।”

তিনি বলেন,“আমাদের গর্বের প্রতিষ্ঠান সেনাবাহিনী। কোনো মন্তব্য বা পদক্ষেপে যেন তারা বিতর্কিত না হয়। সেনাবাহিনীকে ঘিরে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য দেশের জন্য ক্ষতিকর হবে।”

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে