ঢাকা, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
Sharenews24

পদত্যাগের কথা ভাবছেন অধ্যাপক ইউনূস

২০২৫ মে ২২ ২৩:৩৫:৪০
পদত্যাগের কথা ভাবছেন অধ্যাপক ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগের বিষয়ে ‘গভীরভাবে ভাবছেন’ বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে এই বিষয়ে আলোচনার কথা জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, “সকাল থেকেই আমরা শুনছিলাম প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে যাচ্ছেন। তাই সরাসরি তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম।”

সাক্ষাতের সময় তার সঙ্গে ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং উপদেষ্টা মাহফুজ আলম।

বিবিসি বাংলাকে দেওয়া এক মন্তব্যে নাহিদ ইসলাম বলেন, “স্যার আমাদের জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে তিনি কাজ করতে পারছেন না। যেভাবে আন্দোলন ও চাপ সৃষ্টি করা হচ্ছে, তাতে নিজেকে কার্যত ‘জিম্মি’ মনে হচ্ছে তার।”

তিনি আরও জানান, “স্যার বলেছেন—‘আমি যদি কাজই না করতে পারি, তাহলে আমার এখানে থেকে কী লাভ? গণঅভ্যুত্থানের পর জনগণের আকাঙ্ক্ষা ছিল দেশ পরিবর্তনের, সংস্কারের। কিন্তু রাজনৈতিক দলগুলো এখনও একটা জায়গায় ঐকমত্যে পৌঁছাতে পারছে না।’”

এনসিপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে পদত্যাগ না করার আহ্বান জানানো হয়। “আমরা তাকে বলেছি, দেশের ভবিষ্যৎ, জাতীয় নিরাপত্তা ও জনগণের আকাঙ্ক্ষা মাথায় রেখে শক্ত অবস্থানে থাকতে। সকল রাজনৈতিক দল যেন তার নেতৃত্বে ঐক্যের ভিত্তিতে কাজ করতে পারে—সেই প্রত্যাশাই আমরা জানিয়েছি,” বলেন নাহিদ।

তবে প্রধান উপদেষ্টা যে পদত্যাগের বিষয়টি বিবেচনা করছেন, তা নিশ্চিত করেন নাহিদ ইসলাম। “উনি বলেছেন, রাজনৈতিক দলগুলো যদি আস্থা না রাখে বা আশ্বাস না দেয়, তাহলে তার থেকে সরে যাওয়াটাই যৌক্তিক হবে বলে তিনি মনে করছেন,” বলেন তিনি।

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে