ঢাকা, শনিবার, ২৪ মে ২০২৫
Sharenews24

ড. ইউনূস পদত্যাগ করলে যেসব সংকটে পড়বে দেশ

২০২৫ মে ২৪ ১০:১৮:৫১
ড. ইউনূস পদত্যাগ করলে যেসব সংকটে পড়বে দেশ

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ নিয়ে জোর আলোচনা চলছে। তিনি নিজে হতাশা প্রকাশ করেছেন, আর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন—এ সিদ্ধান্ত দেশের জন্য ভয়াবহ সংকট ডেকে আনতে পারে।

বিশ্লেষকদের মতে, জুলাই গণ-অভ্যুত্থানের পর জনগণের সমর্থনে গঠিত এই সরকার ইতোমধ্যে কার্যকারিতা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে। একদিকে সরকার বলছে, তাদের কাজ বাধাগ্রস্ত হচ্ছে; অন্যদিকে বিএনপি ও এনসিপি সরকারের কয়েকজন উপদেষ্টার নিরপেক্ষতা নিয়ে অভিযোগ তুলেছে।

অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ মন্তব্য করেছেন, “এই মুহূর্তে প্রধান উপদেষ্টার পদত্যাগ হলে তা রাষ্ট্রীয় অচলাবস্থার সৃষ্টি করতে পারে। দেশের সেই সংকট সামাল দেওয়ার সক্ষমতা নেই।”

সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, “ড. ইউনূসের পদত্যাগ হলে দেশ এক অকার্যকর রাষ্ট্রে পরিণত হবে। আমাদের পরবর্তী প্রজন্মকে এর খেসারত দিতে হবে।” তিনি রাজনৈতিক শক্তিগুলোর ঐক্যের অভাবকেই বড় সংকট হিসেবে দেখছেন।

বিশ্লেষকরা আরও আশঙ্কা করছেন, প্রতিবেশী রাষ্ট্র ভারতের আধিপত্যবাদী নীতি এই বিভাজনের পেছনে সক্রিয় ভূমিকা রাখছে। “তারা গোলযোগ দেখিয়ে আবারও ফ্যাসিস্ট শক্তিগুলোকে ক্ষমতায় আনতে চায়”—এমন অভিযোগ তুলেছেন অনেকেই।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, “সরকার ও রাজনৈতিক দলের মধ্যে পারস্পরিক আস্থা নেই। সরকারের অনেক উপদেষ্টা আগে ফ্যাসিবাদীদের সময় নিরব ছিলেন, তাই তাদের দিয়ে বিপরীত ব্যবস্থা আশা করা অযৌক্তিক।”

বিশেষজ্ঞরা মনে করছেন, সংকট কাটাতে হলে সরকারকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে হবে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে জনভিত্তিসম্পন্ন দলগুলোর মতামতকে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি সরকারের কাঠামোয় পরিবর্তন এনে সেখানে ফ্যাসিবাদবিরোধী ও গ্রহণযোগ্য ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা জরুরি।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে