ঢাকা, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
Sharenews24

সরকারকে কড়া বার্তা দিল বিএনপি

২০২৫ মে ২২ ২০:০৬:৫২
সরকারকে কড়া বার্তা দিল বিএনপি

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের ২৯তম বৈঠকে মোট পাঁচটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৈঠকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫, সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এবং ‘জুলাই গণঅভ্যুত্থান শহীদ পরিবার পুনর্বাসন ও কল্যাণ’ অধ্যাদেশ, ২০২৫– এই তিনটি অধ্যাদেশ নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পেয়েছে। এছাড়া, বাংলাদেশ ও নেদারল্যান্ডস সরকারের মধ্যে নৌ-প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি এবং সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের সিদ্ধান্তও গৃহীত হয়েছে।

বৈঠকে সিদ্ধান্ত হয়, চূড়ান্ত অনুমোদনের আগে সব অধ্যাদেশ লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগে ভেটিংয়ের জন্য পাঠানো হবে। বাস্তবায়ন পর্যায়ে যাবতীয় সমন্বয়ের দায়িত্বে থাকবে মন্ত্রিপরিষদ বিভাগ।

বিশেষভাবে আলোচিত ‘জুলাই গণঅভ্যুত্থান শহীদ পরিবার পুনর্বাসন ও কল্যাণ অধ্যাদেশ, ২০২৫’ অনুযায়ী, ২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা, পুনর্বাসন ও অন্যান্য কল্যাণমূলক সুবিধা দেওয়া হবে।

এছাড়া ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর আওতায় সরকারি চাকরি আইন, ২০১৮ সংশোধন করে ১৯৭৯ সালের বিলুপ্ত আইনের একটি বিধান পুনরায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে বলা হয়েছে— দাপ্তরিক কাজে বিঘ্ন ঘটানো কোনো কর্মচারীকে তদন্ত ছাড়াই মাত্র আট দিনের নোটিশে চাকরি থেকে অব্যাহতি দেওয়া যাবে। রাষ্ট্রপতির অনুমোদনের পর এটি অধ্যাদেশ হিসেবে জারি করা হবে।

মিজান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে