ঢাকা, শনিবার, ১৭ মে ২০২৫
Sharenews24

শেয়ারবাজার গতিশীল করার উপায় নিয়ে বিএসইসি'র সভা

২০২৫ মে ১৭ ২০:১৩:৪৪
শেয়ারবাজার গতিশীল করার উপায় নিয়ে বিএসইসি'র সভা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর আয়োজনে দেশের শেয়ারবাজারের বিভিন্ন অংশীজনদের নিয়ে আজ শনিবার (১৭ মে) এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে অনুষ্ঠিত সভায় কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ কমিশনারবৃন্দ, নির্বাহী পরিচালক ও পরিচালকরা উপস্থিত ছিলেন।

সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন (ডিবিএ), বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ), ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ডিএসই'র চেয়ারম্যান মমিনুল ইসলাম, সিএসইর চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমান, ডিবিএ'র প্রেসিডেন্ট সাইফুল ইসলাম, ডিএসই'র পরিচালক মিনহাজ মান্নান ইমন, ডিএসই'র পরিচালক শাকিল রিজভী, ডিএসই'র পরিচালক রিচার্ডডি রোজারিও, ডিএসই'র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাত্বিক আহমেদ শাহ, ডিবিএ'র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুদ্দিন, বিএমবিএ এর প্রেসিডেন্ট মাজেদা খাতুন, আইসিবি'র ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ প্রমূখ।

সভায় প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে শেয়ারবাজারকে গতিশীল করার বিভিন্ন প্রস্তাব ও করণীয় নিয়ে আলোচনা করা হয়। আলোচিত বিষয়গুলোর মধ্যে ছিল: তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির করহারের ব্যবধান ন্যূনতম ১০ শতাংশে নির্ধারণ, ১ লাখ টাকা পর্যন্ত ডিভিডেন্ড আয়ের ওপর কর মওকুফ, নেগেটিভ ইক্যুইটির টেকসই সমাধান, বিও হিসাবের মেইনটেইন্যান্স ফি ও ক্যাপিটাল গেইন ট্যাক্স মওকুফ, ব্রোকারদের টার্নওভারে প্রযোজ্য অগ্রিম কর (AIT) হ্রাস, বড় দেশীয়, রাষ্ট্রায়ত্ত ও বহুজাতিক কোম্পানিকে বাজারে তালিকাভুক্ত করতে উদ্যোগ, সরকারি সিকিউরিটিজ (G-Sec) এর নিলাম শেয়ারবাজারের প্ল্যাটফর্মে স্থানান্তরের প্রস্তাব, বিনিয়োগকারীদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করার সুপারিশ।

সভায় আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মিউচ্যুয়াল ফান্ডগুলোর চলতি বছরের আয় থেকে ২০% প্রভিশন রেখে বাকি ৮০% ইউনিটহোল্ডারদের মধ্যে ডিভিডেন্ড বিতরণের প্রস্তাব দেন।

বৈঠকে অংশীজনদের সঙ্গে বিএসইসির নিয়মিত যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে প্রতি মাসের শেষ বৃহস্পতিবার একটি সমন্বয় সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে