ঢাকা, সোমবার, ১৯ মে ২০২৫
Sharenews24

হাসনাত আব্দুল্লাহকে বিএনপির পাল্টা কড়া বার্তা

২০২৫ মে ১৯ ১৮:০৮:৩৩
হাসনাত আব্দুল্লাহকে বিএনপির পাল্টা কড়া বার্তা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর একটি বক্তব্যকে কেন্দ্র করে কুমিল্লায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সম্প্রতি কুমিল্লা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত জুলাই সমাবেশে বিএনপির বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেন তিনি। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে কুমিল্লা বিভাগীয় বিএনপি।

সোমবার (১৯ মে) বিকেলে কুমিল্লা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে কুমিল্লা বিভাগীয় বিএনপির নেতারা হাসনাতের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তাকে এক সপ্তাহের আলটিমেটাম দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।

লিখিত বক্তব্যে সেলিম ভূঁইয়া বলেন, “সম্প্রতি হাসনাত আব্দুল্লাহ বলেছেন—কুমিল্লার বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগের টাকায় রাজনীতি করেন। এ ধরনের বক্তব্য শুধু মিথ্যাচার নয়, এটি দায়িত্বজ্ঞানহীন, রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত এবং মানসিক ভারসাম্যহীনতার পরিচায়ক।” তিনি দাবি করেন, হাসনাতের এই মন্তব্য কুমিল্লার বিএনপি নেতাকর্মীদের ব্যথিত করেছে এবং এটি রাজনৈতিক পরিবেশ বিনষ্টের অপচেষ্টা।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা বলেন, কুমিল্লা বিএনপি দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছে। এখান থেকেই উঠে এসেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার, কর্নেল আকবর হোসেন এবং ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার মতো জাতীয় নেতা। তারা দাবি করেন, ২০২৪ সালে কুমিল্লায় বিএনপির আন্দোলন ছিল ঐতিহাসিক, যেখানে অনেক নেতাকর্মী শহীদ ও গ্রেপ্তার হন।

সেলিম ভূঁইয়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “তাকে (হাসনাতকে) আমাদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। যদি তিনি বক্তব্য প্রত্যাহার না করেন ও ক্ষমা না চান, তাহলে কুমিল্লার রাজপথে তার জায়গা থাকবে না।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াছিন, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া, দক্ষিণ জেলা আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমীর, সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ১৬ মে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে এক বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, “আপনারা ভুলে গেলে চলবে না, আমরা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে পেরেছি। কিন্তু তাদের অর্থ ব্যবস্থা এখনো ঠিকঠাক আছে। বিএনপির রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে।” তার এই মন্তব্য কুমিল্লা বিএনপির তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে