ঢাকা, শুক্রবার, ১৬ মে ২০২৫
Sharenews24

আগে কুকুরের মুখে ছিলাম, এখন বাঘের মুখে পড়েছি

২০২৫ মে ১৬ ১৫:৫০:৩৮
আগে কুকুরের মুখে ছিলাম, এখন বাঘের মুখে পড়েছি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, “নির্বাচনের নাম শুনলেই বর্তমান সরকারের গা জ্বলে ওঠে। তারা জানে, সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় ফিরে আসবে। তাই তারা নির্বাচনকে ভয় পায়।”

বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা নগরীর শিল্পকলা একাডেমিতে বিভাগীয় বিএনপির সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা আব্বাস বলেন,“সরকার বলে আমরা শুধু ‘নির্বাচন, নির্বাচন’ করি। তাহলে আমরা বিগত ১৭ বছর ধরে আন্দোলন করেছি কেন? মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্যই তো এই লড়াই।”

সরকারি দলের বিরুদ্ধে অর্থ পাচার ও চাঁদাবাজির অভিযোগ এনে তিনি বলেন,“গত ৮ মাসেই ৯০ হাজার কোটি টাকা পাচার হয়েছে। বিএনপি তো এখন ক্ষমতায় নেই, তাহলে কারা এই চাঁদাবাজি করছে? সরকারের লোকেরাই জড়িত। সাহস থাকলে তাদের ধরেন।”

তিনি দাবি করেন, বিএনপির মধ্যে এখন আর কোনো চাঁদাবাজ নেই, এবং দলের ভাবমূর্তি রক্ষায় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।

মির্জা আব্বাস বলেন,“বিএনপির নাম ভাঙিয়ে কিছু সুবিধাভোগী দখলবাজ ও প্রতারক অপকর্ম করছে। নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। দলের শত্রু ছদ্মবেশে ঢুকতে চাইলে, তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে।”

অনুষ্ঠানে তারেক রহমানের অনুপস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন,“তারেক রহমান নিশ্চয় দেশে আসবেন। তবে সঠিক সময়ে। মনে রাখতে হবে, আমাদের নেতা জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে। তাই নেতৃত্বের ক্ষেত্রে তাকে কৌশলী হতে হবে।”

তিনি দাবি করেন, বিদেশে থেকেও তারেক রহমান দলকে সুসংগঠিত ও শক্তিশালী করেছেন।

আওয়ামী লীগ সরকারের আমলে গণমাধ্যমের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ উল্লেখ করে তিনি বলেন,“মিডিয়া এখনো সত্য কথা বলতে পারে না। শুধু সরকারের গুণগান গায়। আমরা মুক্ত সাংবাদিকতা চাই।”

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে