ঢাকা, শুক্রবার, ১৬ মে ২০২৫
Sharenews24

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন তথ্য

২০২৫ মে ১৬ ১৫:৩৬:২৫
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন তথ্য

নিজস্ব প্রতিবেদক: বছরের শুরুতে স্থবির হয়ে যাওয়া সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা কার্যকরের আলোচনায় নতুন করে গতি এসেছে। নীতিনির্ধারকদের ভাষ্যমতে, ২০২৫-২৬ অর্থবছর থেকেই এই ভাতা কার্যকর হতে পারে, যার আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে আসন্ন বাজেট বক্তৃতায়।

জানা গেছে, আগামী ২০ মে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে সর্বোচ্চ ২০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদানের একটি প্রস্তাবনা উপস্থাপন করা হবে। অর্থ বিভাগে এখন চলছে প্রস্তাবটি চূড়ান্ত করার প্রক্রিয়া। বৈঠকে প্রাপ্ত সিদ্ধান্তের ভিত্তিতে মহার্ঘ ভাতা সংক্রান্ত ঘোষণা অন্তর্ভুক্ত হতে পারে আসন্ন জাতীয় বাজেট বক্তৃতায়।

সূত্রমতে, প্রাথমিক প্রস্তাব অনুযায়ী— ১ থেকে ৯ নম্বর গ্রেডের কর্মীদের জন্য ১০-১৫ শতাংশ, ১০ থেকে ২০ গ্রেডের কর্মীদের জন্য ২০ শতাংশ হারে ভাতা চালুর চিন্তাভাবনা চলছে। এই প্রস্তাব বাস্তবায়িত হলে সরকারের বাড়তি ব্যয় দাঁড়াবে প্রায় ৬ থেকে ৬.৫ হাজার কোটি টাকা।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেসুর রহমান বলেন, “এ বিষয়ে এখনই বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। অর্থ উপদেষ্টার নেতৃত্বে বৈঠকে বিস্তারিত আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

প্রসঙ্গত, গত জানুয়ারিতে ভাতা কার্যকরের পরিকল্পনা থাকলেও অর্থনৈতিক সংকট ও সমালোচনার মুখে তা স্থগিত করা হয়। তবে প্রশাসনের বিভিন্ন স্তরে ভাতা না পাওয়ায় অসন্তোষ ও চাপ বাড়তে থাকায়, নতুন করে বিষয়টি আলোচনায় এসেছে।

চলতি অর্থবছরের মূল বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ বরাদ্দ ছিল ৮২,৯৯০ কোটি টাকা, যা মোট বাজেটের ১০.৪১ শতাংশ। পরে চাকরিজীবীদের একাধিক দফা পদোন্নতির কারণে সংশোধিত বাজেটে এ খাতের বরাদ্দ বেড়ে দাঁড়িয়েছে ৮৪ হাজার কোটি টাকায়।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে