ঢাকা, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
Sharenews24

উপদেষ্টার মাথায় বোতল ছোঁড়ার ঘটনায় যা বললেন অভিযুক্ত শিক্ষার্থী

২০২৫ মে ১৫ ১৫:৫৩:৩৯
উপদেষ্টার মাথায় বোতল ছোঁড়ার ঘটনায় যা বললেন অভিযুক্ত শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করতে এসে উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় পানির বোতল ছোড়া প্রসঙ্গে অবশেষে মুখ খুললেন অভিযুক্ত শিক্ষার্থী হুসাইন। তিনি বলেন, “ঘটনাটি সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত এবং উদ্দেশ্যপ্রণোদিত ছিল না।”

বৃহস্পতিবার (১৫ মে) সকালে হুসাইন এক বিবৃতিতে জানান, “আমি বোতলটি আকাশের দিকে ছুঁড়ে মারি। কারও প্রতি আঘাত, অপমান কিংবা কোনো রকম ক্ষতির উদ্দেশ্য আমার ছিল না। আমি সেখানে একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে উপস্থিত ছিলাম।”

অর্থনীতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হুসাইন বলেন,“আমার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক প্রোপাগান্ডা চালানো হচ্ছে। আমি কোনো রাজনৈতিক সংগঠনের সদস্য নই। জুলাইয়ের আন্দোলনে অংশ নেওয়ার একটি ছবিকে কেন্দ্র করে আমাকে ছাত্রলীগ হিসেবে চিহ্নিত করা হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।”

তিনি জানান, তিনি পড়াশোনার পাশাপাশি চাকরি ও টিউশন করে নিজের খরচ চালান। এই অবস্থায় কোনো রাজনৈতিক দলে সময় দেওয়ার প্রশ্নই ওঠে না।”

হুসাইন বলেন, ঘটনার পর থেকেই তিনি বিভিন্ন অজানা নম্বর থেকে ফোনকল ও হুমকি পাচ্ছেন। বলা হচ্ছে, আমি ক্যাম্পাসে গেলে আমাকে গণপিটুনি দেওয়া হবে। বিষয়টি নিয়ে আমি চরম আতঙ্কে আছি।

প্রসঙ্গত, বুধবার (১৪ মে) রাতে কাকরাইল মসজিদের সামনে জবি শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যে উপদেষ্টা মাহফুজ আলম ব্রিফিং দিতে গেলে একটি পানির বোতল তার মাথায় গিয়ে লাগে। এই ঘটনায় নিন্দা জানিয়েছে এনসিপি ও অন্যান্য সংগঠন।

এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এস.এন. মো. নজরুল ইসলাম জানান,“ঘটনাটি তদন্তাধীন এবং অভিযুক্তকে শিগগিরই আইনের আওতায় আনা হবে।”

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে