ঢাকা, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

বাংলাদেশিদের সুখবর দিলেন উপদেষ্টা আসিফ নজরুল

২০২৫ মে ১৫ ১৮:২৫:০৩
বাংলাদেশিদের সুখবর দিলেন উপদেষ্টা আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজারে বড় ধরনের সুখবর দিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি জানান, মালয়েশিয়া সরকার আগামী দিনে বাংলাদেশি কর্মীদের সর্বোচ্চ অগ্রাধিকার দিতে যাচ্ছে।

ড. আসিফ নজরুল জানান, তিনি সদ্য মালয়েশিয়া সফরে গিয়ে দেশটির তিনজন মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। এ বৈঠকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফরের সময় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, যারা পূর্বের নিয়োগ প্রক্রিয়ার শেষ মুহূর্তে মালয়েশিয়ায় যেতে পারেননি, তাদের একটি তালিকা তৈরি করা হয়েছে। তালিকায় থাকা ৭,৯২৬ জন বাংলাদেশিকে অল্প সময়ের মধ্যে মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ দেওয়া হবে।

তিনি আরও জানান, ভবিষ্যতে মালয়েশিয়া এক থেকে দেড় লাখ নতুন কর্মী নেবে এবং এই নিয়োগে বাংলাদেশিদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও, কর্মীদের সিঙ্গেল ভিসার পরিবর্তে মাল্টিপল ভিসা দেওয়ার বিষয়ে ইতিবাচক অঙ্গীকার করেছে দেশটি। মালয়েশিয়ায় অবৈধ হয়ে যাওয়া কিছু কর্মী—বিশেষ করে যারা মালিক পক্ষের গাফিলতিতে এমন পরিস্থিতিতে পড়েছেন—তাদের বৈধতার সুযোগ নিয়েও আলোচনা হয়েছে।

আসিফ নজরুল বলেন, মালয়েশিয়ায় সিকিউরিটি, নার্সিংসহ বিভিন্ন খাতে নতুন করে জনবল নেওয়ার বিষয়ে সরকার আগ্রহ প্রকাশ করেছে। তার ভাষ্য অনুযায়ী, এই অগ্রগতির পেছনে প্রধান ভূমিকা রেখেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, যিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ বন্ধু। মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে নিয়মিতভাবে প্রধান উপদেষ্টার নির্দেশনায়ই কাজ চলছে বলে জানান তিনি।

এই সুখবর দেশজুড়ে অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে