ঢাকা, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
Sharenews24

মোবাইল অপারেটরদের হুঁশিয়ারি দিল সরকার

২০২৫ মে ১৫ ১৭:০৯:০১
মোবাইল অপারেটরদের হুঁশিয়ারি দিল সরকার

নিজস্ব প্রতিবেদক: মোবাইল অপারেটররা ইন্টারনেটের দাম না কমালে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (১৫ মে) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত) ফয়েজ আহমদ তৈয়্যব।

তিনি বলেন, "মোবাইল অপারেটররা বিভিন্ন সুবিধা নেওয়ার পরও ইন্টারনেটের দাম কমাচ্ছে না। দাম না কমালে সেবার মান, বকেয়া পাওনা ও অন্যান্য সুযোগ-সুবিধা বাতিল করে দেওয়া হবে। সরকার এই বিষয়ে এখন কঠোর অবস্থানে যাচ্ছে।"

টেলিটকের উন্নয়নের প্রসঙ্গে তিনি জানান, রাষ্ট্রীয় এই অপারেটরকে টিকিয়ে রাখতে দেশি-বিদেশি বিনিয়োগ আনার উদ্যোগ চলছে। স্টারলিংকের পর আরও কয়েকটি স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান বাংলাদেশে ব্যবসা করতে আগ্রহ প্রকাশ করেছে।

অর্থনৈতিক পরিকল্পনা প্রসঙ্গে ফয়েজ তৈয়্যব বলেন, "মুখরোচক শিরোনামের নামে বাজেট লুটপাটের সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে এসেছি। রাষ্ট্রের খরচ বাঁচানোর লক্ষ্যেই এবারের বিশ্ব টেলিযোগাযোগ দিবসের অনুষ্ঠান বিটিআরসি ভবনেই আয়োজিত হচ্ছে।"

মুসআব/

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে