ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
Sharenews24

মাহফুজকে ঘিরে বিস্ফোরক অভিযোগ রাশেদ খাঁনের

২০২৫ মে ১৫ ১৯:২০:১২
মাহফুজকে ঘিরে বিস্ফোরক অভিযোগ রাশেদ খাঁনের

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে জাতীয় ঐক্য ভাঙার ‘মাস্টারমাইন্ড’ বলে আখ্যায়িত করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

রাশেদ খাঁনের অভিযোগ, “তথ্য উপদেষ্টার নির্দেশেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে। এতে অনেক শিক্ষার্থী রক্তাক্ত হয়েছেন, নারী শিক্ষার্থীরাও পুলিশের হামলার শিকার হয়েছেন।”

তিনি আরও লেখেন, “মাহফুজ আলমের ওপর বোতল ছুঁড়ে মারা আমি সমর্থন করি না, বরং এর প্রতিবাদও করেছি। কিন্তু তার ফাঁস হওয়া অডিও শুনে বোঝা যায়, তিনি কেমন মানসিকতার মানুষ। শিক্ষার্থীদের ওপর হামলা এবং রক্ত ঝরার মূল নির্দেশ এসেছে এই উপদেষ্টাদের দিক থেকেই।”

রাশেদ খাঁনের মতে, ঘটনার পর অনেকেই কেবল বোতল নিক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ করলেও শিক্ষার্থীদের রক্ত ঝরার বিরুদ্ধে নীরব থেকেছেন। “একপক্ষীয় প্রতিবাদ করে কোনো লাভ নেই। হ্যাডম থাকলে দুটো ঘটনারই প্রতিবাদ করুন,”— বলেন তিনি।

তিনি আরও বলেন, “ছাত্র-জনতার অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার এবং নতুন রাষ্ট্র বিনির্মাণের সম্ভাবনা নষ্ট করেছেন মাহফুজ আলম। তিনিই জাতীয় ঐক্য ভাঙার প্রকৃত কারিগর।”

ফেসবুক পোস্টে রাশেদ আরও উল্লেখ করেন, “মাহফুজ নিজেও একসময় শিবির করতেন। এখন প্রগতিশীলতার মুখোশ পরে আছেন, যা মূলত হীনম্মন্যতার বহিঃপ্রকাশ। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, শপথ ভঙ্গ করেও কিভাবে তিনি এখনও উপদেষ্টার পদে বহাল থাকেন?”

রাশেদ খাঁনের এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এখন দেখার বিষয়, অন্তর্বর্তী সরকার এ অভিযোগের জবাব কীভাবে দেয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে