ঢাকা, শনিবার, ৫ জুলাই ২০২৫
Sharenews24

যে কারণে ট্রোলিংয়ের মুখে বিক্রম মিশ্রি ও তার মেয়ে

২০২৫ মে ১৩ ১২:৪৪:১২
যে কারণে ট্রোলিংয়ের মুখে বিক্রম মিশ্রি ও তার মেয়ে

নিজস্ব প্রতিবেদক: ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি এবং তার কন্যা ডিডন মিশ্রি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোলিংয়ের শিকার হয়েছেন। এ কারণে তিনি তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট ‘প্রাইভেট’ করে দিয়েছেন। এখন থেকে তার অ্যাকাউন্টে বাইরের কেউ মন্তব্য করতে পারবেন না।

‘অপারেশন সিন্দুরে’ পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সামরিক অভিযানের সময় থেকে বিক্রম মিশ্রি নিয়মিত সাংবাদিকদের ব্রিফ করে আসছিলেন। এই সময়ের মধ্যেই তিনি সরকারের একজন মুখপাত্রের মতো ভূমিকা পালন করেন এবং তার কূটনৈতিক দক্ষতার প্রশংসা করেন অনেকেই।

তবে অভিযানের সাময়িক স্থগিত ঘোষণা দেওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় এক শ্রেণির ব্যবহারকারী তাকে 'গদ্দার' ও 'দেশদ্রোহী' বলে আক্রমণ করতে থাকেন। আক্রমণের লক্ষ্য হয়েছেন তার একমাত্র কন্যা ডিডন মিশ্রিও। অনেকেই তাদের ‘নির্লজ্জ পরিবার’ বলে অবমাননাকর মন্তব্য করেছেন।

ট্রোলিংয়ের অংশ হিসেবে ফাঁস করা হয়েছে ডিডনের ব্যক্তিগত মোবাইল নম্বরও। এতে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়।

ভারতীয় পররাষ্ট্রসচিবদের সাধারণত জনসমক্ষে দেখা যায় না। কিন্তু গত ৭ মে, পাকিস্তানে ভারতের অভিযানের পর বিক্রম মিশ্রিকে সামরিক কর্মকর্তাদের সঙ্গে সকালবেলার ব্রিফিংয়ে দেখা যায়। এই দৃশ্য ভারতের প্রায় সব বড় টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হয়।

কিন্তু ১০ মে রাতে, যখন তিনি যুদ্ধবিরতির ঘোষণা দেন, তখন থেকেই অনেকে মনে করেন ভারতকে পাকিস্তানের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়া উচিত ছিল। এই সিদ্ধান্তের দায় তাদের চোখে মিশ্রির ওপর বর্তায়।

ডিডন মিশ্রি এখন লন্ডনে একজন আরবিট্রেশন আইনজীবী হিসেবে কাজ করছেন। তবে এক দশক আগে তিনি ‘দ্য ওয়্যার’-এ শিক্ষানবিশ হিসেবে কাজ করেন এবং রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে গবেষণা করেছিলেন। ট্রোলাররা সেই প্রেক্ষাপট ব্যবহার করে তাকে ‘দেশবিরোধী’ তকমা দিচ্ছেন।

একটি পোস্টে লেখা হয়, “সবচেয়ে শকিং ব্যাপার হলো, বিক্রম মিশ্রির মেয়ে রোহিঙ্গাদের আইনি সহায়তা দিতেন! এখন আবার লন্ডনে চলে গেছেন!”

এই ট্রোলিং ও হেনস্তার প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক দল ও নেতারা বিক্রম মিশ্রির পাশে দাঁড়িয়েছেন। হায়দরাবাদের এমপি ও এআইএমআইএম নেতা আসাদউদ্দিন ওয়াইসি বলেন, “তিনি একজন সৎ ও দক্ষ কূটনীতিক, যিনি দেশের জন্য নিরলসভাবে কাজ করছেন।”

সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবও এক বিবৃতিতে বলেন, “এ ধরনের আক্রমণ দেশের জন্য প্রাণপণে কাজ করা কর্মকর্তাদের মনোবল ভেঙে দিতে পারে।”

মুসআব/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে