ঢাকা, সোমবার, ১২ মে ২০২৫
Sharenews24

‘ড. ইউনূসের প্রশংসা করেছেন ট্রাম্প’ প্রচারের আসল তথ্য

২০২৫ মে ১২ ০৯:২৯:২৮
‘ড. ইউনূসের প্রশংসা করেছেন ট্রাম্প’ প্রচারের আসল তথ্য

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের প্রশংসা করেছেন। ভিডিওতে বলা হয়, "ইউনূস আমার বন্ধু এবং তিনি অত্যন্ত উচ্চ ব্যক্তিত্বসম্পন্ন লোক। তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে খুব ভালো কাজ করছেন।"

এই ভিডিওটি ১১ মে, রোববার রাত ১১টা ১৭ মিনিটে ‘আমার দেশ’ নামের একটি ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়। পরবর্তীতে এটি আইন উপদেষ্টা আসিফ নজরুল তার ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেন। যদিও কিছু সময় পর তিনি পোস্টটি মুছে ফেলেন।

তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার দ্রুতই বিষয়টি যাচাই করে জানায়, ভিডিওটি সম্পূর্ণ ভুয়া এবং এডিট করা। তারা জানায়, ট্রাম্পের একটি ভিন্ন বক্তব্য কৃত্রিমভাবে সম্পাদনা করে ড. ইউনূসকে উদ্দেশ্য করে বলা হয়েছে এমন ভান তৈরি করা হয়েছে।

একইভাবে, আরেক ফ্যাক্ট-চেকিং প্ল্যাটফর্ম ফ্যাক্ট ডিটেক্টর-ও নিশ্চিত করেছে যে ভিডিওটি ভুয়া এবং কোনো বিশ্বাসযোগ্য সূত্র থেকে এ ধরনের বক্তব্যের সত্যতা পাওয়া যায়নি। তারা জানায়, ভিডিওতে ব্যবহৃত ট্রাম্পের কণ্ঠ এবং ভাষণ AI প্রযুক্তি ব্যবহার করে জালিয়াতি করা হয়েছে।

অনুসন্ধানে উঠে আসে, ভিডিওটি ৩০ এপ্রিল ২০২৫ সালের একটি বৈঠকের—যেখানে ট্রাম্প তার সম্ভাব্য মন্ত্রিসভা ও প্রথম ১০০ দিনের পরিকল্পনা নিয়ে কথা বলেন। সেখানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কিংবা ড. ইউনূস সম্পর্কে কোনো আলোচনা ছিল না।

সুতরাং, ‘আমার দেশ’ নামক পেজ থেকে ছড়ানো এবং উপদেষ্টা আসিফ নজরুল শেয়ার করা ভিডিওটি একটি মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা।

মুসআব/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে