ঢাকা, সোমবার, ১২ মে ২০২৫
Sharenews24

কয়েকটি দেশ বাংলাদেশিদের জন্য কেন ভিসা সীমিত করছে?

২০২৫ মে ১২ ০৭:০৭:৩৬
কয়েকটি দেশ বাংলাদেশিদের জন্য কেন ভিসা সীমিত করছে?

নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ-পূর্ব এশিয়ার ভিয়েতনাম বাংলাদেশি পর্যটকদের কাছে জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছিল। অনেকেই ভিয়েতনাম থেকে পাশের দেশ কম্বোডিয়া বা লাওস ঘুরে আসতেন। তবে ট্যুরিস্ট ভিসায় গিয়ে অনেক বাংলাদেশি আর দেশে ফেরেননি—কারও কারও গন্তব্য হয়ে উঠেছে ইউরোপ, কেউ আবার ভিয়েতনামেই থেকে ছোটখাটো কাজ শুরু করেছেন। এসব কারণেই ২০২৫ সালের শুরু থেকে বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা পুরোপুরি বন্ধ রয়েছে।

একসময় ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া সফরে বাংলাদেশিদের ভিসা লাগত না, অন অ্যারাইভাল ভিসায় যাওয়া যেত। কিন্তু এখন শুধু ভিয়েতনাম নয়, থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুরও বাংলাদেশিদের জন্য ভিসা পেতে নানা শর্ত আরোপ করছে, আবেদন প্রত্যাখ্যানের হারও বেড়েছে।

মধ্যপ্রাচ্যের অন্যতম গন্তব্য সংযুক্ত আরব আমিরাতও (ইউএই) গত বছর জুলাই থেকে আনুষ্ঠানিক ঘোষণা না দিয়েই বাংলাদেশিদের পর্যটন ও কর্মসংস্থান ভিসা বন্ধ করে দেয়। সম্প্রতি কিছু সীমিত সংখ্যক ভিসা ইস্যু করছে তারা, তবে প্রতিদিন মাত্র ৩০–৫০টি।

ভারত দীর্ঘদিন বাংলাদেশের পর্যটকদের প্রধান গন্তব্য ছিল। সেখান থেকে অনেকে নেপাল ও ভুটানেও যেতেন। কিন্তু ২০২৪ সালের আগস্টে দেশে গণ-অভ্যুত্থানের পর ভারতের ভিসা প্রক্রিয়া কার্যত বন্ধ হয়ে গেছে। জরুরি চিকিৎসা ছাড়া অন্য কোনো ভিসা মিলছে না। ফলে নেপাল-ভুটান যাত্রাও থেমে গেছে।

অন্যদিকে পাকিস্তান কিছুটা সহজ করেছে ভিসা প্রক্রিয়া। ঢাকা-করাচি ফ্লাইট চালুর আলোচনা হয়েছে এবং অনেকে আগ্রহও দেখিয়েছেন। তবে সাম্প্রতিক হামলা ও নিরাপত্তাজনিত কারণে সে আগ্রহেও ভাটা পড়ছে।

বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশিদের অবৈধ অভিবাসন ও বিদেশে গিয়ে কাজ খোঁজার প্রবণতা ভিসা জটিলতার বড় কারণ। বাংলাদেশি পাসপোর্টের গ্রহণযোগ্যতা দিন দিন কমছে। হেনলি পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান এখন ৯৫তম, যা উত্তর কোরিয়া ও লিবিয়ার সমতুল্য। নোমাড ক্যাপিটালিস্ট সূচকে বাংলাদেশের অবস্থান আরও নিচে—১৮১তম।

সংশ্লিষ্টরা জানান, ভারত ভ্রমণ বন্ধ থাকায় এখন অনেকেই প্রথমবারেই থাইল্যান্ড, মালয়েশিয়া বা সিঙ্গাপুরের ভিসা চাচ্ছেন। এতে এসব দেশের ওপর চাপ বেড়েছে এবং নতুন পাসপোর্টধারীদের আবেদন বেশি খারিজ হচ্ছে।

ভিয়েতনাম ইস্যু নিয়েও বলা হচ্ছে, গত কয়েক বছরে সেখানে যাওয়া বাংলাদেশিদের ৬০–৭০ শতাংশ ফেরেননি, বরং তারা অবৈধ পথে তৃতীয় দেশে পাড়ি জমিয়েছেন। ফলে দেশটি বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে।

তবে ইতিবাচক দিকও আছে—চীনের ভিসা পাওয়া এখন সহজ। আর মালদ্বীপ ও শ্রীলঙ্কা অন অ্যারাইভাল ভিসায় সহজেই যাওয়া যাচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও মন্ত্রণালয়সংশ্লিষ্ট একজন জানিয়েছেন, ভিসা জটিলতা নিয়ে সংশ্লিষ্ট দেশের সঙ্গে আলোচনা চলছে। সংযুক্ত আরব আমিরাতের ক্ষেত্রে কিছু অগ্রগতি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে