ঢাকা, রবিবার, ১১ মে ২০২৫
Sharenews24

আ.লীগ নিষিদ্ধে যা বলল এবি পার্টি

২০২৫ মে ১১ ২০:২২:৪৫
আ.লীগ নিষিদ্ধে যা বলল এবি পার্টি

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

রোববার বিকাল ৫টায় রাজধানীর বিজয়নগরে দলীয় কার্যালয়ের সামনে থেকে ‘অভিনন্দন অভিযাত্রা’ বের করে দলটি। অভিযাত্রা শুরুর আগে এক সমাবেশে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার শুরু করায় আমরা সরকারকে ধন্যবাদ জানাই।”

তিনি বলেন, “জাতিসংঘ ঘোষিত গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগ গণতন্ত্রবিরোধী ও লুটপাটের প্রতীক হয়ে উঠেছে। জাতি আজ ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আমরা দীর্ঘদিন ধরে এই নিষেধাজ্ঞার দাবি জানিয়ে আন্দোলন করেছি। অবশেষে ছাত্র-জনতার প্রচেষ্টায় সেই দাবি বাস্তবায়িত হয়েছে।”

মঞ্জু আরও বলেন, “আওয়ামী লীগ হাজারো মানুষকে হত্যা, গুম ও নিখোঁজ করেছে। লাখ লাখ টাকা বিদেশে পাচার করেছে। সেই টাকা ফিরিয়ে এনে জনগণের কল্যাণে ব্যয় করতে হবে। এবার ইতিহাস প্রমাণ করল—বাংলার মানুষ জেগে উঠলে কোনো ফ্যাসিস্ট পালাতে পারবে না।”

সভাপতির বক্তব্যে এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. ওহাব মিনার বলেন, “২৪-এর পতনের মাধ্যমে একবার যে ফ্যাসিবাদ ধ্বংস হয়েছে, তা আর কখনও ফিরে আসবে না। ছাত্র-জনতা এখন পাহারায় আছে, যাতে কেউ আর গুম-খুনের রাজনীতি ফিরিয়ে আনতে না পারে।”

তিনি আরও বলেন, “৫ আগস্টের যে জাতীয় ঐক্য হয়েছিল, তা বজায় রাখতে হবে। পতিত স্বৈরাচারের বিচার দ্রুত সম্পন্ন করতে হবে।”

সমাবেশে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন, ব্যারিস্টার সানি আবদুল হক, ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, এবং ছাত্র, যুব ও পেশাজীবী সংগঠনের নেতারা।

এছাড়াও উপস্থিত ছিলেন আলতাফ হোসাইন, গাজী নাসির, শাহ আব্দুর রহমান, হাদিউজ্জামান খোকন, ফারাহ নাজ সাত্তার, মোহাম্মদ প্রিন্স, সেলিম খান, শাজাহান ব্যাপারী, রাফিউর রহমান ফাতাহসহ দলটির বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় ও মহানগর নেতারা।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে