ঢাকা, রবিবার, ১১ মে ২০২৫
Sharenews24

আ.লীগ নিষিদ্ধের খুশিতে রফিকুল মাদানীর ‘বিরিয়ানি উৎসব’

২০২৫ মে ১১ ২০:০৪:১৪
আ.লীগ নিষিদ্ধের খুশিতে রফিকুল মাদানীর ‘বিরিয়ানি উৎসব’

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণার খবরে খুশি হয়ে গরু জবাই করে মাদ্রাসার ছাত্র-শিক্ষক ও স্থানীয়দের নিয়ে ভোজের আয়োজন করেছেন ইসলামী বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী। নিজস্ব ভেরিফায়েড ফেসবুক পেজে শনিবার রাতে তিনি এই ঘোষণা দেন এবং রোববার বিকেলে তা বাস্তবায়ন করেন।

শনিবার রাতে উপদেষ্টা পরিষদের এক বৈঠকের পর আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণার খবর শুনে রফিকুল ইসলাম লেখেন, “৫ মে রাতে হেফাজতের কর্মীদের ওপর গুলি চালিয়ে পরদিন আওয়ামী লীগ নিজেরাই গরু জবাই করে উদযাপন করেছিল। আজ আমরা ওদের নিষিদ্ধ হওয়া উদযাপন করব। ইনশাআল্লাহ, আমি একটি গরু জবাই দিব।”

ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে রোববার বিকেল সাড়ে ৩টার দিকে নেত্রকোনার পূর্বধলার লেটিরকান্দা গ্রামে অবস্থিত তার প্রতিষ্ঠিত মারকাযু সাহাবুদ্দিন আল ইসলামী মাদ্রাসার সামনে নিজেই গরু জবাই করেন রফিকুল। এরপর মাদ্রাসার রান্নাঘরে ওই গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা হয়। সন্ধ্যায় মাদ্রাসার প্রায় দেড় শতাধিক ছাত্র, শিক্ষক এবং স্থানীয়দের অংশগ্রহণে আয়োজিত হয় এক ভুরিভোজ।

ভোজের সময় দেওয়া বক্তব্যে মাওলানা রফিকুল বলেন, “খুনি আওয়ামী লীগের কার্যক্রম অবশেষে বন্ধ করা হয়েছে। এ সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তবে আমরা চাই, এই ফ্যাসিস্ট দলটিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে চূড়ান্তভাবে নিষিদ্ধ করা হোক। খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে।”

এ সময় স্থানীয় আরেক আলেম ও জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী মাওলানা আলী হোসাইন বলেন, “আমি শাপলা চত্বরে নিজের চোখে আলেমদের রক্ত ঝরতে দেখেছি। জুলাই আন্দোলনেও হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। এসব ঘটনার জন্য দায়ী আওয়ামী লীগ। আজ সেই দলের নিষিদ্ধ হওয়া আমাদের জন্য ঈদের আনন্দের মতো।”

স্থানীয় এলাকাবাসীর অনেকেই জানান, তারা রফিকুল ইসলামের উদ্যোগে খুশি এবং এমন ‘আনন্দ আয়োজন’-কে তারা ‘বিচারের একটি প্রতীকী উদযাপন’ হিসেবে দেখছেন।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে