ঢাকা, শনিবার, ১০ মে ২০২৫
Sharenews24

আইভীর গ্রেপ্তার নিয়ে যা বললেন ত্বকীর বাবা

২০২৫ মে ১০ ১১:৫৬:৩০
আইভীর গ্রেপ্তার নিয়ে যা বললেন ত্বকীর বাবা

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর গ্রেপ্তারকে ‘অন্যায়’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন নিহত মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীর বাবা, নাগরিক সমাজের প্রতিনিধি রফিউর রাব্বি।

শুক্রবার সকালে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার নিজ বাসভবন 'চুনকা কুটির' থেকে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর ফেসবুকে এক প্রতিক্রিয়ায় রফিউর রাব্বি লেখেন, ‘‘আইভীকে গ্রেপ্তার করা হয়েছে, অথচ নারায়ণগঞ্জকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা শামীম ওসমানকে সসম্মানে দেশত্যাগে সহায়তা করা হয়েছে।’’

তিনি বলেন, আইভীর বিরুদ্ধে হত্যা মামলার অভিযোগ হাস্যকর ও ভিত্তিহীন। ‘‘যার সঙ্গে তার দীর্ঘদিনের দ্বন্দ্ব, সেই শামীম ওসমানের সঙ্গে কীভাবে তিনি হত্যা করেন?’’—প্রশ্ন তোলেন তিনি।

রাব্বি দাবি করেন, আইভী দলবাজি না করে সব রাজনৈতিক দলের সঙ্গে সমতা বজায় রেখে কাজ করেছেন। ফলে দলীয় অনেক প্রভাবশালী নেতার রোষানলে পড়েন তিনি।

“আইভী আওয়ামী লীগের হয়েও দলীয় স্বার্থে অন্যায়ের প্রতিবাদ করেছেন, যেটা শেখ হাসিনার অপছন্দ ছিল,” — মন্তব্য করেন তিনি।

দুদকের চলমান তদন্ত নিয়েও প্রশ্ন তুলেছেন রাব্বি। তিনি বলেন, “আইভীর নামে ৭টি ব্যাংক হিসাব দেখানো হয়েছে, যা সবই ভুয়া। তার প্রকৃত হিসাব দুদক উল্লেখই করেনি।”

তিনি আরও বলেন, শামীম ওসমান তার বিরুদ্ধে একাধিকবার দুদকে অভিযোগ দিলেও প্রতিবারই তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন।

রফিউর রাব্বি বলেন, “ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে ষোল বছর ধরে কথা বলেও কোনো ফল পাইনি। কিন্তু এবার আমরা অন্যায়ভাবে কাউকে শাস্তি পেতে দেব না।”

তিনি জোর দিয়ে বলেন, “আইভী যদি দোষী হন, বিচার হোক; কিন্তু মিথ্যা মামলায় প্রতিহিংসা চরিতার্থ করা যাবে না। তাকে অবশ্যই ন্যায়বিচার পেতে হবে—রাষ্ট্রকে তা নিশ্চিত করতে হবে।”

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে