ঢাকা, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
Sharenews24

নতুন ১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিতে জাতিসংঘের আহ্বান

২০২৫ এপ্রিল ২৯ ১৫:১৫:৪৭
নতুন ১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিতে জাতিসংঘের আহ্বান

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের জেরে নতুন করে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি বড় অংশ বাংলাদেশ সীমান্তে আশ্রয় প্রার্থনা করছে। এই প্রেক্ষাপটে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর বাংলাদেশ সরকারকে প্রায় ১ লাখ ১৩ হাজার নতুন রোহিঙ্গাকে মানবিক আশ্রয় দেওয়ার আহ্বান জানিয়েছে।

রেফিউজি রিলিফ অ্যান্ড রেপাট্রিয়েশন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “গত সপ্তাহে ইউএনএইচসিআর আমাদের একটি আনুষ্ঠানিক চিঠি দিয়েছে। রাখাইন থেকে বিতাড়িত রোহিঙ্গাদের জরুরি ভিত্তিতে বাংলাদেশে মানবিক আশ্রয় দিতে অনুরোধ জানানো হয়েছে।”

তিনি জানান, এই নতুন রোহিঙ্গাদের অনেকেই ইতিমধ্যে কক্সবাজারের শরণার্থী ক্যাম্পগুলোর পাশে খোলা জায়গা, মসজিদ বা স্কুলে অস্থায়ীভাবে বসবাস করছে।

রাখাইন রাজ্যে মিয়ানমারের সেনা জান্তা ও সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। এতে জান্তা বাহিনীর নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়লেও, নিরাপত্তাহীনতায় পড়া রোহিঙ্গারা সীমান্ত পেরিয়ে প্রতিনিয়ত বাংলাদেশে প্রবেশ করছেন। শুধু নাফ নদীই নয়, পাহাড়ি পথ দিয়েও শরণার্থী প্রবেশ অব্যাহত রয়েছে বলে জানাচ্ছেন স্থানীয় সূত্রগুলো।

বর্তমানে বাংলাদেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়ে রয়েছে। নিরাপত্তা, পরিবেশ এবং অর্থনৈতিক চাপের মধ্যেই নতুন রোহিঙ্গা ঢল পরিস্থিতিকে আরও সংকটময় করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এদিকে, রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তার অংশ হিসেবে ঘোষিত ‘জয়েন্ট রেসপন্স প্ল্যান (জেআরপি)’-এর আওতায় সহায়তা তহবিল কমে আসছে। এতে করে খাদ্য, চিকিৎসা ও আবাসনসহ অন্যান্য মানবিক সেবা কার্যক্রম পরিচালনাও দিন দিন কঠিন হয়ে পড়ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে