ঢাকা, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
Sharenews24

শেয়ারবাজারে আচমকা ঝড়, ৬ মাস আগের অবস্থানে ইনডেক্স

২০২৫ এপ্রিল ২৮ ১৫:১৬:৫৫
শেয়ারবাজারে আচমকা ঝড়, ৬ মাস আগের অবস্থানে ইনডেক্স

নিজস্ব প্রতিবেদক : টানা ৯ কর্মদিবস পতনের পর রোববার শেয়ারবাজারের বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আশার সঞ্চার হয়েছিল। এদিন লেনদেনের শুরুতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক প্রায় ৬০ পয়েন্ট কমলেও শেষ বেলায় ২৩ পয়েন্ট বেড়েছিল। বিনিয়োগকারীরা মনে করেছিল টানা ৯ কর্মদিবসের পতনে তারা মূলধন হারিয়েছিল ৮ হাজার ৫১৯ কোটি টাকা। আর ডিএসইর প্রধান সূচক কমেছিল ২৩৩ পয়েন্ট।

আজ সোবমার দিনের শুরুতে লেনদেন ছিল উত্থান প্রবণতায়। লেনদেনের ৩ ঘন্টা পর্যন্ত অর্থাৎ দুপুর প্রায় ১টা পর্যন্ত ডিএসইর সূচক ইতিবাচক প্রবণতায় দেখা গিয়েছিল। এ সময়ে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দাম আগের দিনের চেয়ে বেশি দামে লেনদেন হতে দেখা যায়। তবে ১টার পর উভয় বাজারে হঠাৎ পতনের পাল্লা ভারি হতে থাকে। কয়েক মিনিটের মধ্যে বাজার আচমকা নেতিবাচক অবস্থার দিকে মোড় নেয় এবং লেনদেন হওয়া প্রতিষ্ঠানের দাম সমানে পড়তে থাকে। দুপুর ২টা ২ মিনিটের পর সূচকে বড় ঝড় দেখা যায়। এ সময় হুড়মুড় করে সূচক প্রায় ৪৮ পয়েন্ট পড়ে যায়। যা শেষ বেলায় অ্যাডজাস্টমেন্টের পর ৪২.৬৭ পয়েন্টে স্থির হয়। আজ ডিএসইর প্রধান সূচক ৬ মাস আগে ২৮ অক্টোবরের কাছাকাছি চলে যায়। ওইদিন ডিএসইর সূচক নেমেছিল ৪ হাজার ৮৯৮ পয়েন্টে। যা আজ দাঁড়িয়েছে ৪ হাজার ৯৫২ পয়েন্টে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, আজকের শেষ বেলায় শেয়ার মারার ঝাপটা দেখে স্পষ্টভাবে মনে হয়েছে, একটি সংঘবদ্ধ গোষ্ঠি উদ্দেশ্যমূলকভাবে বাজারে পতন ঘটাচ্ছে। বিষয় যে বিএসইসি ও ডিএসই জানে না, তা নয়। কারণ তাদের র‌্যাডারে অবশ্যই তা ধরা পড়ছে। হয়তো আরও পতনের ভয়ে কিছু করতে পারছে না।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার চিত্র

আজ (২৮ এপ্রিল) ডিএসইর প্রধান সূচক ৪২.৬৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৫২ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ১১.১৪ পয়েন্ট কমে ১ হাজার ৯৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২১.৬৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮৩০ পয়েন্টে।

ডিএসইতে আজ ৪৫৩ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৩৩৮ কোটি ৬৪ লাখ টাকার।

এদিন লেনদেন হওয়া ৩৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৯৪টির, কমেছে ২৪৬টির এবং পরিবর্তন হয়নি ৫৯টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের বাজার চিত্র

সিএসইতে আজ ৯ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৬ কোটি ৮৩ লাখ টাকার।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৪টির, কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির।

আজ সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪.৪৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৪৫ পয়েন্টে। আগেরদিন সিএএসপিআই কমেছিল ৯৬.৬৪ পয়েন্ট।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে