ঢাকা, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
Sharenews24

আমাকে দেখলেই মানুষ বলে ‘শাকিব খানের বউ’

২০২৫ এপ্রিল ২৩ ১২:৩২:৩৪
আমাকে দেখলেই মানুষ বলে ‘শাকিব খানের বউ’

নিজস্ব প্রতিবেদক: বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার আলোচিত মুখ সুমাইয়া রিমু। বিভিন্ন ভিডিও এবং উপস্থিতির মাধ্যমে অনলাইনে বেশ ভাইরাল তিনি। বিভিন্ন সময় বক্তব্যের কারণেও থাকেন আলোচনায়। তবে তাকে রাস্তায় দেখলে মানুষ শাকিব খানের বউ হিসেবেই ডাকে, এমনটাই জানালেন তিনি।

সম্প্রতি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন রিমু, যেখানে তিনি জানান রাস্তায় বের হলেই মানুষ তাকে শাকিব খানের স্ত্রী বা নায়িকা ভেবে ভুল করে।

সুমাইয়া রিমু বলেন, ‘আমি রাস্তাঘাটে বের হলে পাবলিক আমাকে এমন একটা নাম দিয়ে দিছে মানুষ বলে, ‘এই দেখো শাকিব খানের নায়িকা যাচ্ছে।’ আবার কেউ কেউ বলে, ‘এইটা কি শাকিব খানের বউ না?’

তিনি আরও বলেন, ‘কালকে চার-পাঁচজন লোক এসে আমাকে বলেছে, এই যে শাকিব খানের বউ, তার সাথে দেখা করবো। মানে এই জিনিসগুলো আমার সাথে হচ্ছে।

আমি বুঝলাম না আমি তার সাথে কোনো সিনেমা করলাম না কোনো কিছুই করলাম না অথচ হয়ে গেলাম শাকিব খানের নায়িকা!’ তবে এই প্রচারণা বা ভুল বোঝাবুঝিকে নেতিবাচকভাবে দেখছেন না রিমু। বরং তিনি একে নিজের জন্য একটি ‘বড় ক্রেডিট’ হিসেবে দেখছেন। তার ভাষায়, “তো যাই হোক, এটা আমার সবথেকে বড় একটা ক্রেডিট। আর এটা আমার শুনতে ভালো লাগে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে